Shehnaaz Gill: শেহনাজের এত রোগা হয়ে যাওয়ার রহস্য কী… ডিপ্রেশন?

সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর তাঁর জীবনই হয়ে উঠেছে সকলের আগ্রহের বিষয়।

Shehnaaz Gill: শেহনাজের এত রোগা হয়ে যাওয়ার রহস্য কী... ডিপ্রেশন?
শেহনাজ গিল
Follow Us:
| Edited By: | Updated on: Oct 23, 2021 | 9:49 AM

বিগ বস ১৩ সিজনে অংশ নেওয়ার সময় সকলের মুখে ছিল শেহনাজ গিলের নাম। তাঁর প্রেমিক ও অভিনেতা সিদ্ধার্থ শুক্লার মৃত্যুর পর ফের একবার সকলের মনে পড়ে গিয়েছে শেহনাজকে। তাঁর জীবনই হয়ে উঠেছে সকলের আগ্রহের বিষয়। তবে সকলেই তাঁকে সহানুভূতির নজরে দেখেছেন। অকালে প্রিয় মানুষকে হারানোর যন্ত্রণা কতখানি, তা শেহনাজের সঙ্গে অনুভব করেছে ফিল্ম জগৎ থেকে শুরু করে নেটিজ়েনদের একটা বড় অংশ।

কিছুদিন থেকেই সকলে লক্ষ্য করছেন অসম্ভব রোগা হয়ে গিয়েছেন শেহনাজ। বিগ বস ১৩-র সেই ‘গোলগাল’ শেহনাজ যেন হারিয়ে গিয়েছেন কোথাও। আসল কারণ হল, ৬ মাসে ১২ কেজি কমিয়ে ফেলেছেন শেহনাজ। তাঁর ওজন কমানোর প্রক্রিয়া চলছিল অনেক আগে থাকেই। বলার বক্তব্য এটাই, সিদ্ধার্থ চলে যাওয়ার আগে থেকেই রোগা হচ্ছিলেন শেহনাজ।

তবে খুব ধীর গতিতে ওজন কমিয়েছেন শেহনাজ। ৬ মাসে ১২ কিলো কমেছে তাঁর। এরজন্য জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা এক্সারসাইজ়ও করতে হয়নি তাঁকে। কেবল ডায়েটেই কাজ হয়ে গিয়েছে।

একটি সাক্ষাৎকারে শেহনাজ বলেছিলেন, “লকডাউন চলছে। অনেক কাজই এখন স্থগিত। আমি ভাবলাম, এই সময়টাকেই কাজে লাগাই। আমার মনে আছে, ‘বিগ বস’-এর বাড়িতে থাকার সময় কিছু মানুষ আমার চেহারা নিয়ে মজা করেছিলেন। কিছু মানুষ তো সত্যিই ওজন কমিয়ে ফেলতে পারেন। তাই ভাবলাম, তাঁদের দেখিয়ে দিই যে আমিও ওজন কমাতে পারি। যদি সত্যি কেউ মনে করেন ওজন কমাবেন, কাজটা কঠিন নয় কিন্তু।”

সেই সাক্ষাৎকারেই শেহনাজ বলেছিলেন, “আমি কেবল আমার খাওয়াদাওয়ার ধরন বদলে নিয়েছিলাম। আমিষ খাওয়া কমিয়ে দিয়েছিলাম। চকোলেট, আইসক্রিম খেতাম না। ব্যাস, তাতেই কাজ হয়ে গিয়েছে ৬ মাসের মধ্যে। যাই খেতাম অল্প পরিমাণে খেতাম। দুটো রুটির জায়গায় খেতাম ১টা। দুপুরে ডাল খেলে রাতেও তাই খেতাম। ওজন কমানোর সময় ৬৭ কেজি ছিল। এখন আমি ৫৫ কেজি।”

আরও পড়ুন: Oscar-Bijoli Cinema: অস্কারে যাবে কোন ভারতীয় ছবি? কলকাতার বিজলী সিনেমা হলে চলছে বাছাই পর্ব