Shreya Ghoshal: ‘হাই, আমি দেবয়ান…’, ছয় মাস পূর্ণ হতেই প্রথম বার ছেলের মুখ দেখালেন শ্রেয়া ঘোষাল

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 22, 2021 | 12:05 PM

দেবয়ান যেন বলছে, "হাই, আমি দেবয়ান, আজ আমার ছয় মাস পূর্ণ হল। এই মুহূর্তে আমি আমার চারপাশে যা যা হচ্ছে তা নিয়ে ভীষণ ব্যস্ত। পছন্দের গান শুনছি। বই পড়ছি। কত ছবি সেখানে..."

Shreya Ghoshal: হাই, আমি দেবয়ান..., ছয় মাস পূর্ণ হতেই প্রথম বার ছেলের মুখ দেখালেন শ্রেয়া ঘোষাল
ছেলের সঙ্গে শ্রেয়া।

Follow Us

দেখতে দেখতে কেটে গেল অর্ধেক বছর। মাতৃত্বের ছয় মাস পূর্ণ করলেন শ্রেয়া ঘোষাল। দেবয়ানের বয়স হল ছয় মাস। আর এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করে তুলতে প্রথম বার ছেলের মুখ অনুরাগীদের দেখালেন শ্রেয়া। সঙ্গে ক্যাপশনে বেশ কিছু আবেগঘন কথা। একটা নয়, দুটো নয়। ছেলের সঙ্গে তাঁর প্রায় চারটে ছবি শেয়ার করেছেন শ্রেয়া।

ক্যাপশন লিখেছেন দেবয়ানের বয়ানে। দেবয়ান যেন বলছে, “হাই, আমি দেবয়ান, আজ আমার ছয় মাস পূর্ণ হল। এই মুহূর্তে আমি আমার চারপাশে যা যা হচ্ছে তা নিয়ে ভীষণ ব্যস্ত। পছন্দের গান শুনছি। বই পড়ছি। কত ছবি সেখানে। মজার মজার জোক শুনে হাসছি। আর মায়ের সঙ্গে গভীর সব আলোচনা করছি। মা আমাকে বোঝে। তোমাদের সবার আশীর্বাদের জন্য থ্যাঙ্ক ইউ…”। শ্রেয়ার একরত্তিকে দেখে উত্তেজনা কিছুতেই ধরে রাখতে পারছেন না তাঁর অনুরাগীরা। কেউ দেবয়ানের সঙ্গে মায়ের মুখের মিল খুঁজে পাচ্ছেন আবার কেউ বা বাবার। তাঁর ফোকলা দাঁতের মিষ্টি হাসিতে এ দিন সকাল থেকেই বুঁদ নেটপাড়া।

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। একই ভাবে মা হওয়ার খবরও। পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’
আপাতত, দেবয়ানকে বেজায় ব্যস্ত নতুন মা শ্রেয়া। তবে এরই পাশাপাশি পুরদস্তুর চলছে তাঁর সঙ্গীতজীবন।

 

Next Article