সন্তানের নামের বাংলা বানান নিয়ে বিভ্রান্তি! শুধরে দিলেন স্বয়ং ‘মা’ শ্রেয়া

পুত্রের নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে ছেলের নাম, তা নিয়ে বেশ ধন্দ্বে পড়ে যান একজন।

সন্তানের নামের বাংলা বানান নিয়ে বিভ্রান্তি! শুধরে দিলেন স্বয়ং 'মা' শ্রেয়া
শ্রেয়া।
Follow Us:
| Updated on: Jun 04, 2021 | 12:14 PM

দিন কয়েক আগে গায়িকা হয়ে উঠলেন মা। পুত্র সন্তানের জন্ম দিলেন শ্রেয়া ঘোষাল। মা ও সন্তানের জন্য শুভেচ্ছাবার্তায় ভরে গেল সোশ্যাল মিডিয়ার পোস্ট। ফ্যানদের ধন্যাবাদ জানিয়ে টুইটও করেন তিনি। লেখেন, ‘শনিবার বিকেলে ঈশ্বরের আশীর্বাদে পুত্র সন্তান হয়েছে আমাদের। এই অনুভূতি আগে কখনও হয়নি। শিলাদিত্য, আমি এবং আমাদের পরিবারের সকলে খুব খুশি। আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ।’

 

আরও পড়ুন রণবীর-আলিয়ার প্রেম নিয়ে ‘প্রেম কাহানি’ লিখছেন করণ জোহর

 

 

 

ছেলেকে কোলে নিয়ে শ্রেয়া ছবিও পোস্ট করেন তিনি। সঙ্গে ছিলেন স্বামী শিলাদিত্যও। ক্যাপশনে লেখেন, ‘আলাপ করিয়ে দিই, ও দেবয়ান মুখোপাধ্যায়। ২২ মে ও এসে আমাদের জীবনটাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। ও জন্মনোর পর যখন ওকে প্রথমবার দেখি একটা অদ্ভুত অনুভূতি হয়েছিল। এটা কেবল একজন মা-বাবাই সন্তানের জন্য অনুভব করতে পারে। এখনও এটা স্বপ্নের মত মনে হয়। শিলাদিত্য আর আমি আমাদের জীবনের সেরা উপহারটা পেয়েছি।’

 

তবে পুত্রের নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে ছেলের নাম, তা নিয়ে বেশ ধন্দ্বে পড়ে যান একজন। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান।

সমস্যার নিষ্পত্তি করলেন স্বয়ং মা শ্রেয়া ঘোষাল। টুইটটিকে রিট্যুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’