‘ভালবাসার সংজ্ঞা নতুন করে শিখলাম’, ছেলের ছবি দিয়ে ইমোশনাল শ্রেয়া

TV9 Bangla Digital | Edited By: স্বরলিপি ভট্টাচার্য

Aug 02, 2021 | 6:31 PM

Shreya Ghoshal: এখনও পর্যন্ত ছেলের যে কয়েকটি ছবি শ্রেয়া শেয়ার করেছেন, কোথাও সন্তানের মুখ স্পষ্ট নয়। সম্ভবত এখনই সোশ্যাল ওয়ালে ছেলের মুখ দেখাতে চান না।

‘ভালবাসার সংজ্ঞা নতুন করে শিখলাম’, ছেলের ছবি দিয়ে ইমোশনাল শ্রেয়া
শ্রেয়া ঘোষাল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

Follow Us

এক মাথা চুল। টাওয়েলে মোড়ানো ছোট্ট শরীর। একদৃষ্টিতে সে চেয়ে আছে মায়ের দিকে। সে অর্থাৎ দেবয়ান। সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষালের একমাত্র পুত্র সন্তান। কিছুদিন আগেই মা হয়েছেন শ্রেয়া। সোমবার ছেলের সঙ্গে নিজের নতুন একটি ছবি শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়।

এখনও পর্যন্ত ছেলের যে কয়েকটি ছবি শ্রেয়া শেয়ার করেছেন, কোথাও সন্তানের মুখ স্পষ্ট নয়। সম্ভবত এখনই সোশ্যাল ওয়ালে ছেলের মুখ দেখাতে চান না। বহু সেলেব মা এই ট্রেন্ড ফলো করেন। শ্রেয়াও সম্ভবত সে পথের পথিক।

এ দিন ছবির ক্যাপশনে শ্রেয়া লিখেছেন, ‘তুই সব সময় আমার হাতের মধ্যে থাকিস। কিন্তু এখনও তোকে সবটা বুঝতে পারি না। … কী সহজ ভাবে তুই আমার জীবনে এলি আর ভালবাসার সংজ্ঞা নতুন করে শিখলাম। আমার ছোট্ট দেবায়ন। মা তোমাকে ভালবাসে।’

শ্রেয়া বরাবরই প্রাইভেট পার্সন। শিলাদিত্যর সঙ্গে দীর্ঘ বন্ধুত্বের খবর তাঁর প্রিয়জনের বাইরে খুব একটা কেউ জানতেন না। বাঙালি মতে বিয়ে করেছিলেন এই জুটি। সেই অনুষ্ঠানেও ঘনিষ্ঠ বন্ধু এবং আত্মীয়দের নিমন্ত্রণ ছিল। বিয়ে করার খবরও সোশ্যাল ওয়ালেই শেয়ার করেছিলেন শ্রেয়া। এ বার এক নতুন শুরু। মা হিসেবে নতুন দায়িত্ব নিয়েছেন শ্রেয়া।

পুত্রের জন্মের পর তার নামের বানান নিয়ে বেশ বিভ্রান্তি শুরু হয় সোশ্যাল মহলে। হিন্দি কিংবা ইংরেজি ভাষায় বানান নিয়ে সমস্যা না হলেও বাংলায় কী হতে পারে শ্রেয়ার ছেলের নামের বানান, তা নিয়ে বেশ ধন্দে পড়ে যান এক অনুরাগী। টুইট করে লেখেন, ‘বাংলায় নামের উচ্চারণ কেউ বলতে পারছে না।’ সঙ্গে জুড়ে দেন দেবয়ান নামটির চার রকম বানান— ১. দেবায়ন ২. দেবযান ৩. দেবয়ান ৪. দেব্যান। সমস্যার নিষ্পত্তি করেন স্বয়ং মা শ্রেয়া। টুইটটিকে রিটুইট করে তিনি লেখেন, ‘আমার প্রিয় সমস্ত বাঙালি অনুরাগীদের বলছি, বাংলায় Devyaan-এর নামের সঠিক বানান – দেবয়ান।’

আরও পড়ুন, মেয়ের আবদারে হাসিমুখ, রাজের শোক কাটিয়ে জীবনে ফিরছেন মন্দিরা

Next Article