Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শ্রেয়ার কণ্ঠে সিডনাজের অপ্রকাশিত ভিডিয়োর অদেখা মুহূর্ত প্রকাশ্যে, কাঁদছে নেটিজেন

Sidharth Shukla: গত বছর গোয়াতে ওই মিউজিক ভিডিয়ো শুট করা হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছিল জনপ্রিয় সিডনাজ জুটিকে। গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ওই ভিডিয়োর বিহাইন্ড দ্য সিন কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভিডিয়োটির ফটোগ্রাফার ওভেজ শায়েদ..

শ্রেয়ার কণ্ঠে সিডনাজের অপ্রকাশিত ভিডিয়োর অদেখা মুহূর্ত প্রকাশ্যে, কাঁদছে নেটিজেন
সিডনাজ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2021 | 8:10 AM

ক্ষত এখনও দ্গদগে। প্রিয় অভিনেতার অকাল মৃত্যুতে অনুরাগীদের মন মেঘলা। তাঁরা চিন্তিত সিদ্ধার্থ শুক্লার বিশেষ বন্ধু শেহনাজ গিলের মানসিক ও শারীরিক অবস্থা নিয়েও। এরই মধ্যে আরও একবার সিদ্ধার্থের জন্য কেঁদে উঠল তাঁদের মন। সিদ্ধার্থ শুক্লার শেষ অপ্রকাশিত ভিডিয়োর বেশ কিছু মুহূর্ত হঠাৎই নেট দুনিয়ায় ভাইরাল। যা দেখে আবেগ ধরে রাখতে পারলেন না ভক্তরা।

গত বছর গোয়াতে ওই মিউজিক ভিডিয়ো শুট করা হয়েছিল। ভিডিয়োয় দেখা গিয়েছিল জনপ্রিয় সিডনাজ জুটিকে। গান গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। ওই ভিডিয়োর বিহাইন্ড দ্য সিন কিছু মুহূর্ত শেয়ার করেছেন ভিডিয়োটির ফটোগ্রাফার ওভেজ শায়েদ। স্টিল ছবিতেও কার্যত স্পষ্ট সিড-নাজ কেমিস্ট্রি। পোশাকে রংমিলান্তি, তাতে দোসর হয়েছে চকচকে ফ্রেম। সেই গান হয়তো আর কোনওদিন মুক্তি পাবে না কারণ শুট সম্পূর্ণ হয়নি। তবু প্রিয় জুটিকে শেষবারের মতো একসঙ্গে দেখে ভক্তদের মন খারাপ, কাঁদছেন তাঁরা। সেই কান্না উপচে পড়ছে কমেন্ট বক্সে।

ছবিওয়ালা শায়েদও আবেগঘন। এক সংবাদমাধ্যমকে শুটটির ব্যাপারে তিনি বলেন, “এক দিনের শুট ছিল গোয়াতে। ভীষণ মজা হয়েছিল। সিদ্ধার্থকে কী ভীষণ মিস করি। ভক্তদের জন্য ওই ছবিগুলি শেয়ার করলাম।” সিডনাজের কেমিস্ট্রিরও উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। আরও বেশ কিছু অদেখা ছবি খুব শীঘ্রই তিনি প্রকাশ করবেন বলেও জানিয়েছেন ওই ফোটোগ্রাফার। অন্যদিকে ভিডিয়োর নির্মাতাদের কাছেও অনুরাগীদের আকুতি, যা শুট হয়েছে তা দিয়েই যেন ওই ভিডিয়ো রিলিজ করেন তাঁরা। প্রিয় মানুষকে আরও একবার এভাবেই ‘জীবন্ত’ দেখার ইচ্ছে তাঁদের।

সপ্তাহ খানেক আগে গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় অভিনেতার। বয়স হয়েছিল ৪০। মাত্র ৪০ বছর বয়সে সিদ্ধার্থর আকস্মিক প্রয়াণ মেনে নিতে পারছেন না কেউই। অনুরাগীদের কাছে এ এক বড় ধাক্কা। গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অনুরাগী, ঠিক তেমনই করণ জোহরও বিগবসের ওটিটির মঞ্চে তাঁকে শ্রদ্ধা জানাতে গিয়ে কেঁদে ফেলছেন প্রকাশ্যেই।

ইতিমধ্যেই সিদ্ধার্থর পরিবারের তরফে অনুরাগীদের জন্য একটি লিখিত বার্তা দেওয়া হয়। সেই বার্তায় লেখা হয়েছে, “সিদ্ধার্থের এই যাত্রা পথে যে বা যারা ওঁর সঙ্গে ছিলেন এবং সব সময় ভালবাসা দিয়ে এসেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই যাত্রা শেষ হয়নি। কারণ, ও এখন আমাদের হৃদয়ে বাস করছে।” বার্তায় আরও যোগ করা হয়, সিদ্ধার্থ প্রাইভেসি পছন্দ করতেন তাই এই সময় পরিবারকে শোকপ্রকাশে প্রাইভেসি দেওয়া উচিত। পাশাপাশি এই কঠিন পরিস্থিতিতে পরিবারের পাশে থাকার জন্য মুম্বই পুলিশকেও ধন্যবাদ জানিয়েছে সিদ্ধার্থের পরিবার। বার্তায় লেখা হয়েছে, “মুম্বই পুলিশ এই কয়দিন বর্মের মতো আমাদের রক্ষা করেছে। সহানুভূতির সঙ্গে গোটা বিষয়টি লালন করেছে। তাই তাদের বিশেষ ধন্যবাদ।” ‘বিগ বস ১৩’তে বিজয়ী হয়েছিলেন সিদ্ধার্থ। ওই শো’য়ে সিদ্ধার্থ ও শেহনাজের গিলের কেমিস্ট্রি ভালবেসেছিল দর্শক। যদিও তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে এ কথা স্বীকার করেননি তাঁরা। তবুও তাঁদের একসঙ্গে সময় কাটানো, নানা মুহূর্তকে ভালবেসে অনুরাগীরা তাঁদের ভালবেসে নাম দিয়েছিল ‘সিডনাজ’। দিন কয়েক আগে একসঙ্গে মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তাঁরা। তাঁদের একসঙ্গে বড় পর্দায় দেখবার ইচ্ছে ছিল ভক্তদের। সেই ইচ্ছে যদিও আর পূরণ হল না।

আরও পড়ুন- Sidnaaz: রোমিও জুলিয়েটের মতোই সিদ্ধার্থ-শেহনাজকেও সারা জীবন সবাই মনে রাখবে: পবিত্রা