Iman Chakraborty: ইমনকে দেখার জন্য অভিনব কায়দা, দুই তরুণীর কাণ্ড ভাইরাল হতেই মিমের বন্যা

Iman Chakraborty: মেদিনীপুর কলেজে ছিল ওই শো। ভিড়ও হয়েছিল বেশ। চারিদিকে শুধু কালো মাথার ভিড়। গায়িকার আরও কাছে পৌঁছতেই অগত্যা নাবিক সঙ্গীরা। এ

Iman Chakraborty: ইমনকে দেখার জন্য অভিনব কায়দা, দুই তরুণীর কাণ্ড ভাইরাল হতেই মিমের বন্যা
দুই তরুণীর কাণ্ড ভাইরাল নেটপাড়ায়

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 26, 2022 | 5:45 PM

প্রিয় তারকার জন্য ভক্তদের ‘পাগলামি’ বহুবার চাক্ষুষ করেছেন তারকারা। কখনও ব্যারিকেড ভাঙা আবার কখনও বা লম্বা লাইনের ঠায় দাঁড়িয়ে থাকা। গায়িকা ইমন চক্রবর্তীও শুক্রবার চাক্ষুষ করলেন এমনই কিছু দৃশ্য। সঙ্গীর ঘাড়ে চেপেই গায়িকার শো দেখলেন দুই তরুণী। নেটদুনিয়ায় এই মুহূর্তে ভাইরাল সেই ছবি। ঘটনায় আপ্লুত ইমন প্রতিক্রিয়া জানালেন টিভিনাইন বাংলাকেও।

মেদিনীপুর কলেজে ছিল ওই শো। ভিড়ও হয়েছিল বেশ। চারিদিকে শুধু কালো মাথার ভিড়। গায়িকার আরও কাছে পৌঁছতেই অগত্যা নাবিক সঙ্গীরা। একেবারে সোজা কাঁধে তুলে নিলেন দুই তরুণীকে। প্রিয় গায়িকার বাকি অনুষ্ঠান তাঁরা দেখলেন এভাবেই। নেটপাড়ায় অবশ্য এই নিয়ে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে মিম। সঙ্গে হাসির ক্যাপশন। সেখানে লেখা, “এবার বুঝেছি তুমি কেন ছয় ফুটের বয়ফ্রেন্ড খুঁজতে”।

এত ভালবাসা পেয়ে আপ্লুত ইমনও। টিভিনাইন বাংলাকে বললেন, ” কালকেই শো’এর সময় ব্যারিকেড ভেঙে গিয়েছিল। এর কয়েকদিন আগে মুর্শিদাবাদে শো করেছিলাম সেখানেও ওই একই চিত্র। গতকালের দর্শকও মারাত্মক। কলেজ শো ছিল। তাই উত্তেজনা ছিল একেবারে ভরপুর।”

ইমন মানেই হাইভোল্টেজ এনার্জি। তবে সব জায়গাতেই যে ভাল অভিজ্ঞতার সম্মুখীন হতে হয় তাঁকে এমনটা নয়। মাস কয়েক আগে এক অ্যাওয়ার্ড শো’তে গিয়ে হেনস্থার শিকার হতে হয়েছিল গায়িকাকে। সে বিষয়ের বিবরণ দিয়ে ফেসবুকে এক লাইভও করেছিলেন ইমন। তবে শুক্রবারের ঘটনা একেবারেই আলাদা। মেদিনীপুরের ভালবাসায় মন ভিজেছে তাঁর, আর ওই ছবি দেখে ফেসবুকেও ইমন লিখেছেন তিনি আশীর্বাদধন্যা।

আরও পড়ুন- বিয়ে ঠিক হয়েও কেন ভাঙন? নীরবতা ভাঙলেন শ্রদ্ধার ‘প্রাক্তন’