Smriti Irani Daughter Marriage: সৎ মেয়ের বিয়ে দিলেন স্মৃতি, ‘কিঁউ কি’র বহু এখন সাস…
Shanelle Irani-Arjun Bhalla: বিয়ে করেছেন কেন্দ্রের নারী এবং শিশু কল্যান মন্ত্রী, তথা অভিনেত্রী স্মৃতি ইরানির সৎ কন্যা শানেল ইরানি এবং এনআরআই অর্জুন ভাল্লা।

বলিউডের তারকা যুগল কিয়ারা আডবাণী এবং সিদ্ধার্থ মালহোত্রার বিয়ে নিয়ে এখন আলোচনা সর্বত্র। ৭ ফেব্রুয়ারি তাঁরা বিয়ে করেছেন রাজস্থানের জলসলমের শহরের সূর্যগড় প্রাসাদে। কিন্তু আপনি কি জানেন, ঠিক তাঁর দুই দিন পর, অর্থাৎ ৯ ফেব্রুয়ারি রাজস্থানেই হয়েছে আরও একটি হেভিওয়েট বিয়ে। বিয়ে করেছেন কেন্দ্রের নারী এবং শিশু কল্যান মন্ত্রী, তথা অভিনেত্রী স্মৃতি ইরানির কন্যা শানেল ইরানি এবং এনআরআই অর্জুন ভাল্লা।
বিশেষ দিনে একটি লাল লেহেঙ্গা পরেছিলেন শানেল। ঐতিহ্যবাহী বেইজ রঙের শেরওয়ানি এবং লাল পাগড়ি পরেছিলেন অর্জুন। বিয়ের মঞ্চে একটি দুর্দান্ত পোজ়ে ছবিও তুলেছিলেন তাঁরা। বিবাহ আসর থেকে স্মৃতির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিজেপি নেতা তানে সিং সোদা। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “মিসেস স্মৃতি ইরানিজির কন্যার বিয়েতে গিয়েছিলাম। নবদম্পতিকে আশীর্বাদ করে এসেছি।” সোদার শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, একটি লাল ঐতিহ্যবাহী শাড়ি পরেছেন স্মৃতি। তাঁর সঙ্গে হাতে, কানে এবং গলায় সোনার গয়না।
গত বুধবার, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি থেকে রাজস্থানে শুরু হয়েছে স্মৃতির কন্যার বিয়ের সমস্ত অনুষ্ঠান। বুধবার সকালেই রাজস্থানের মাটিতে পা রাখেন স্মৃতি। তারপর নাগৌর যান গাড়িতে চেপে।
স্মৃতির স্বামী জ়ুবিন ইরানির প্রথম পক্ষের সন্তান শানেল। শানেলের আসল মায়ের নাম মোনা। সেই অর্থে শানেল স্মৃতির সৎ কন্যা। জ়ুবিন এবং স্মৃতির দুটি সন্তান আছে জ়োহর এবং জ়োইশ। শানেল-জ়োহর-জ়োইশ তিনজনে বড় হয়েছেন একই সঙ্গে। এবং তাঁদের মধ্য়ে সম্পর্কও ভীষণ আন্তরিক। ২০২১ সালেই শানেলের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন স্মৃতি।
