অমলা শংকরের ১০২তম জন্মবার্ষিকী, অদেখা ছবি শেয়ার করলেন শ্রীনন্দা

Amala Shankar: এই বিশেষ দিনে আর্কাইভ থেকে একটি প্রিয় ছবি শেয়ার করেছেন শ্রীনন্দা। সেখানে দেখা যাচ্ছে, উদয় শংকরের বড় ছবি, মালা পরানো। সামনে বসে অমলা শংকর। তাঁর কোলে শ্রীনন্দা।

অমলা শংকরের ১০২তম জন্মবার্ষিকী, অদেখা ছবি শেয়ার করলেন শ্রীনন্দা
শ্রীনন্দার শেয়ার করা ছবি। ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 4:42 PM

ঠাম্মার জন্মদিন। নিঃসন্দেহে তা নাতি-নাতনিদের কাছে স্পেশ্যাল। আর ঠাম্মা যদি হন অমলা শংকর, তাহলে তাঁর জন্মদিনের সেলিব্রেশন তখন আর ঘরোয়া নয়। সেই উত্তাপ ছড়িয়ে যায় বিশ্বজুড়ে অমলার ছাত্রছাত্রী, গুণমুগ্ধদের মধ্যেও। আজ অমলা শংকরের ১০২তম জন্মবার্ষিকী। গত বছরেও জন্মদিন পালন করেছিলেন তিনি। তার কিছুদিন পরেই প্রয়াত হন। এ বছর নিজের মতো করে ঠাম্মার জন্মদিন পালন করছেন নাতনি শ্রীনন্দা শংকর।

সোশ্যাল মিডিয়ায় ঠাম্মার সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের কিছু ছবি শেয়ার করেছেন শ্রীনন্দা। কোথাও তাঁর গালে স্নেহ চুম্বন এঁকে দিচ্ছেন অমলা শংকর। কখনও ছোটবেলার শ্রীনন্দা ঠাম্মার সঙ্গে নাচের অনুশীলনে ফ্রেমবন্দি। কোথাও ঠাম্মাকে জড়িয়ে ধরে রয়েছেন তিনি। শ্রীনন্দা লিখেছেন, ‘ভালবাসি, মিস করি তোমাকে ঠাম্মা, শুভ জন্মদিন’।

এই বিশেষ দিনে আর্কাইভ থেকে আরও একটি প্রিয় ছবি শেয়ার করেছেন শ্রীনন্দা। সেখানে দেখা যাচ্ছে, উদয় শংকরের বড় ছবি, মালা পরানো। সামনে বসে অমলা শংকর। তাঁর কোলে শ্রীনন্দা।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য

গত বছর জুলাই মাসে ১০১ বছর বয়সে প্রয়াত হন অমলা। সোশ্যাল ওয়ালে সে খবর প্রথম জানান শ্রীনন্দাই। প্রতিটি দিন এখনও ঠাম্মার আশীর্বাদ তাঁর চলার পথের পাথেয়।

১৯১৯ সালের ২৭ জুন অবিভক্ত বাংলাদেশের যশোরে জন্ম অমলা শংকরের। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে প্যারিসের ইন্টারন্যাশনাল কলোনিয়াল এগজিবিশনে অংশগ্রহণ করেন তিনি। সেখানেই স্বামী ও গুরু উদয়শংকরের সঙ্গে আলাপ ফ্রক পরিহিতা অমলার। তার পরেই উদয়শংকরের কাছে তালিম নিতে শুরু করেন তিনি। তার কয়েক বছরের মধ্যেই, মাত্র ১৯ বছর বয়সে উদয়শংকরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অমলা। ১৯৪২ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর আরও বেশি জনপ্রিয় হয়ে ওঠে উদয়-অমলা জুটি। বিশ্বের বিখ্যাত নৃত্যশিল্পী জুটিদের মধ্যে অন্যতম হয়ে ওঠেন তাঁরা। উদয়শঙ্কর পরিচালিত ছবি ‘কল্পনা’য় উমার চরিত্রে অমলার নৃত্যাভিনয় দেশ-বিদেশে প্রশংসিত হয়। কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয় সেটি। সেইসময় কান চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া কনিষ্ঠতম তারকা ছিলেন অমলা শংকর।

আরও পড়ুন, প্যানডেমিকের পর শিল্পীদের সাহায্য প্রয়োজন: অনুষ্কা শংকর