প্যানডেমিকের পর শিল্পীদের সাহায্য প্রয়োজন: অনুষ্কা শংকর

Anoushka Shankar: অনুষ্কা জানান, ইংল্যান্ডে শিল্পীদের আলাদা করে কোনও গুরুত্ব দেওয়া হয় না। ভারতে এখনও সে গুরুত্ব রয়েছে।

প্যানডেমিকের পর শিল্পীদের সাহায্য প্রয়োজন: অনুষ্কা শংকর
অনুষ্কা শঙ্কর।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 4:41 PM

অনুষ্কা শংকর। মিউজিক ইন্ডাস্ট্রিতে এক ঐতিহ্যের ধারক ও বাহক তিনি। করোনা পরবর্তী পৃথিবীতে মঞ্চে অনুষ্ঠান অনেক কমে গিয়েছে। বিদেশে স্বল্প পরিসরে মঞ্চে লাইভ অনুষ্ঠান শুরু হলেও ভারতে কবে থেকে ফের এই ধরনের অনুষ্ঠান শুরু হবে, তার কোনও নিশ্চয়তা নেই। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের মতামত জানালেন অনুষ্কা।

প্যানডেমিক মিউজক ইন্ডাস্ট্রির উপর কতটা প্রভাব ফেলেছে, সম্পর্কে অনুষ্কার কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, “গত শীতে ভারতে যখন বিভিন্ন উৎসব, অনুষ্ঠান হচ্ছে তখন ইংল্যান্ডে আমরা লকডাউনে ছিলাম। এখন এখানে আবার ধীরে ধীরে সব শুরু হচ্ছে। ভারতে সব বন্ধ। আমি সত্যিই এর সমাধান জানি না। কিন্তু শিল্পী বা ছোট উদ্যোক্তাদের সত্যিই সাহায্য, সমর্থন প্রয়োজন।”

অনুষ্কা আরও জানান, ইংল্যান্ডে শিল্পীদের আলাদা করে কোনও গুরুত্ব দেওয়া হয় না। ভারতে এখনও সে গুরুত্ব রয়েছে। এই মুহূর্তে ভারতে আসতে চাইলেও পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না। তবে সুযোগ পেলেই ভারতে আসার জন্য প্রস্তুত তিনি। মিউজিক এবং দুই ছেলে ১০ বছরের জুবিন এবং ছয় বছরের মোহনকে নিয়েই সময় কাটছে অনুষ্কার।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য

দুই সন্তানের প্রসঙ্গে অনুষ্কা বলেন, “ওরা পরিস্থিতি বোঝার মতো বড় হয়েছে। কিন্তু পরিস্থিতি এতটাই কঠিন, যে সব সময় ওদের পক্ষেও মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। তবুও সুযোগ পেলেই আমরা যে কতটা ভাল আছি, সেটা নিয়ে ওদের সঙ্গে আলোচনা করি।”

সদ্য মুক্তি পেয়েছে অনুষ্কার নতুন ট্র্যাক ‘ওপেনিং, ফ্লাওয়ারিং অ্যান্ড ড্রিঙ্কিং’। সঙ্গী তাঁর সৎ বোন নোরা জোনস। ভারতীয় দর্শকের তাঁর এই নতুন কাজ কেমন লাগল, তা জানার অপেক্ষায় থাকবেন অনুষ্কা।

আরও পড়ুন, প্রথম শোনা ‘মা’ ডাক, বদলে দিল অভিনেত্রী অঙ্কিতার জীবন