Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্রথম শোনা ‘মা’ ডাক, বদলে দিল অভিনেত্রী অঙ্কিতার জীবন

Ankita Majumder Paul: গত সাত সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন অঙ্কিতা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই।

প্রথম শোনা ‘মা’ ডাক, বদলে দিল অভিনেত্রী অঙ্কিতার জীবন
মেয়ের সঙ্গে অঙ্কিতা। ছবি: ফেসবুক থেকে গৃহীত।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 27, 2021 | 2:46 PM

মা। ছোট্ট একটা শব্দ। আদরের ডাক। এই ডাক শোনার অপেক্ষায় থাকেন বহু মহিলা। সন্তানের মুখে প্রথম মা ডাক শোনা অবশ্যই স্পেশ্যাল। ব্যতিক্রম নন অভিনেত্রী অঙ্কিতা মজুমদার পালও। তাঁর মেয়ে আরুণ্যা প্রথম মা বলে ডেকেছে। সেউ মুহূর্ত ফ্রেমবন্দি করে সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী।

অঙ্কিতা লিখেছেন, ‘প্রত্যেক মা অপেক্ষা করেন, কখনও তাঁর ছোট্ট সন্তান প্রথম বার মা বলে ডাকবে। আরুণ্যা আমার অপেক্ষা পূরণ করেছে। আনন্দ দিয়েছে। মা, মা আর বাবা বলে ডাকতে শিখেছে। আমরা আশীর্বাদধন্য’।

গত সাত সেপ্টেম্বর প্রথম সন্তানের মা হয়েছেন অঙ্কিতা। লকডাউনের আগে গুয়াহাটিতে শ্বশুরবাড়ি গিয়েছিলেন। পরে সেখানে পরিস্থিতির কারণে থেকে যেতে হয়। আরুণ্যারও জন্ম গুয়াহাটিতেই। ১৩ মাস পরে গত এপ্রিলে মেয়েকে সঙ্গে নিয়ে কলকাতায় ফিরেছেন অঙ্কিতা।

আপাতত প্রায়োরিটি সন্তান। মেয়ের সব কাজ একা হাতে সামলান অঙ্কিতা। আসলে সন্তানের বড় হওয়ার কোনও মুহূর্ত মিস করতে চান না। মেয়ের অন্নপ্রাশনের অনুষ্ঠানও গুয়াহাটিতেই করেছেন অভিনেত্রী।

এতদিন পরে কলকাতায় নিজের বাড়িতে ফিরে দারুণ খুশি অঙ্কিতা। নিজের শহর কলকাতা। তাঁর ভালবাসার শহর। অবশেষে সেই শহরের সঙ্গে মেয়েকে পরিচয় করিয়ে দেওয়ার আনন্দই আলাদা। মেয়ে আর একটু বড় হলে ধীরে ধীরে অভিনয়ে ফেরার পরিকল্পনা রয়েছে তাঁর।

আরও পড়ুন, আমি ঈশ্বরে বিশ্বাসী… সেই দিক থেকে মনে করেছিলাম, মায়ের চরিত্র এসেছে যখন, নিশ্চয়ই পারব: তনুশ্রী ভট্টাচার্য