Manike Mage Hithe: বলিউডে ডেবিউ করতে চলেছেন ‘মানিকে মাগে হিঠে’-এর গায়িকা ইয়োহানি, গাইছেন বড় তারকার ছবিতে

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Oct 19, 2021 | 12:51 PM

হাতের কাছে জনপ্রিয় ও প্রতিভাবান এক গায়িকাকে পেয়েও কি হাতছাড়া করবে টিনসেল টাউন? একেবারেই না। ইয়োহানি গাইতে চলেছেন বলিউডে।

Manike Mage Hithe: বলিউডে ডেবিউ করতে চলেছেন মানিকে মাগে হিঠে-এর গায়িকা ইয়োহানি, গাইছেন বড় তারকার ছবিতে
অজয় দেবগণ ও ইয়োহানি

Follow Us

এক কথা সত্যি, সঙ্গীতের কোনও গণ্ডি নেই। কোনও ভাষা নেই। কিছুদিন আগের কথা। বিদেশের রাস্তায় ১১-১২ বছরের পরীর মতো দেখতে একটি বাচ্চা মেয়ে ভায়োলিন বাজাতে বাজাতে নাচ্ছিল। মেয়েটির নাম ক্যারোলিনা। তাকে দেখে পথচলতি মানুষ দাঁড়িয়ে যাচ্ছিল। তার ভায়োলিনের সুরে বেজে উঠছিল সুদূর শ্রীলঙ্কার এক কম্পোজ়ারের তৈরি ও গাওয়া ‘মানিকে মাগে হিঠে’।

ইয়োহানি দিলোকা দে সিলভা। শ্রীলঙ্কার আর্মি পরিবারের সুরেলা মেয়েটি এখন সারাবিশ্বের কাছে পরিচিত এক নাম। আরও বেশি পরিচিত তাঁর গাওয়া গান ‘মানিকে মাগে হিঠে’ গানটি। এতটাই পরিচিত ও জনপ্রিয়, যে গানটি নিয়ে তৈরি হয়েছে একাধিক ম্যাশআপ। কখনও হিন্দি অংশ ঢুকিয়ে ফেলা হয়েছে। কখনও গানে এসেছে বাউল টাচ। যার পর নাই, দারুণ জনপ্রিয় হয়েছে ‘মানিকে মাগে হিঠে’।

গানটি জনপ্রিয় হওয়ার পরপরই ভারত থেকে ডাক পেয়েছেন ইয়োহানি। একের পর এক কনসার্টে গাইছেন তিনি। কখনও হায়দরাবাদ, তো কখনও মুম্বই-দিল্লিতে। সারা দেশের কাছে প্রিয় হয়ে উঠেছেন সিংহলি মেয়েটি। আর বলিউড?

হাতের কাছে জনপ্রিয় ও প্রতিভাবান এক গায়িকাকে পেয়েও কি হাতছাড়া করবে টিনসেল টাউন? একেবারেই না। ইয়োহানি গাইতে চলেছেন বলিউডে। গান জনপ্রিয় হলেও গানের মানে কিন্তু অনেকের কাছে অধরাই থেকে গিয়েছে। সিংহলি ভাষায় তৈরি গানে গলা মেলালেও অনেকেই ভাষা জানেন না। ফলে গানের মানেও জানেন না। গানটি হিন্দি ভাষায় তৈরি হচ্ছে বলে খবর।

অজয় দেবগণ অভিনীত ‘থ্যাঙ্ক গড’ ছবিতে থাকছে ‘মানিকে মাগে হিঠে’-এর হিন্দি সংস্করণ। গানটি কম্পোজ় করবেন তনিষ্ক বাগচি। হিন্দিতে গানটি লিখবেন রাশমি গর্গ। অজয় দেবগণ ছাড়াও ছবিতে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা ও রাকুল প্রীত সিং। পরিচালনার দায়িত্বে ইন্দ্র কুমার। আর থাকছে ইয়োহানির প্লেব্যাক। বলিউডে তাঁর জার্নি শুভ হোক।

আরও পড়ুন: Bangladesh: কুমিল্লা দুর্গামণ্ডপ তাণ্ডবের ঘটনায় প্রথমবার মুখ খুললেন জয়া আহসান, কী বললেন তিনি?

আরও পড়ুন: Rashid Khan Death Threat Case: আসলে মুম্বই ইন্ডাস্ট্রিতে এই ধরনের ঘটনা খুব ঘটে, এখানেও হবে ভাবিনি কখনও: ওস্তাদ রশিদ খান

আরও পড়ুন: Lucky Ali Daughter: গায়ক লাকি আলির কন্যার এই ছবিগুলি এখন ইন্টারনেট সেনসেশন, নেটিজ়েন মুগ্ধ তাঁর রূপে

Next Article