Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sujoy Prasad Chatterjee: সুজয়প্রসাদের কণ্ঠে মিশবে সংযুক্তার সুর, বৈশাখী সন্ধে বুঁদ হবে রবীন্দ্র গানে-কবিতায়

সুজয়প্রসাদের কন্ঠে ও সংযুক্তার সুরের মিশেলে খানিক 'গঙ্গাজলে গঙ্গাপুজো'র মতোই রবীন্দ্র গান ও কবিতার মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করার প্রয়াস নিয়েছেন তাঁরা, এখনও অ্যালবামের নাম ঠিক হয়নি

Sujoy Prasad Chatterjee: সুজয়প্রসাদের কণ্ঠে মিশবে সংযুক্তার সুর, বৈশাখী সন্ধে বুঁদ হবে রবীন্দ্র গানে-কবিতায়
বৈশাখী সন্ধে বুঁদ হবে রবীন্দ্র গান-কবিতায়
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 3:05 AM

বৈশাখের এখনও ঢের দেরি। মাঘের হাড় কাঁপানো শীতের আমেজ এখনও গায়ে মাখেনি রাজ্যবাসী। তবে মাস কয়েক আগে থেকেই ‘কাজ’ গুছিয়ে রাখছেন অভিনেতা সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। পৌঁছে গিয়েছেন বোলপুর। শুরু হয়ে গিয়েছে শুটিংও। না, নতুন সিনেমার কাজ নয়। আসছে সুজয়প্রসাদের নতুন অ্যালবাম। শুধু সুজয়প্রসাদই নন, এই কর্মকাণ্ডে তাঁর সঙ্গী সঙ্গীতশিল্পী সংযুক্তা বেরা।

সুজয়প্রসাদের কন্ঠে ও সংযুক্তার সুরের মিশেলে খানিক ‘গঙ্গাজলে গঙ্গাপুজো’র মতোই রবীন্দ্র গান ও কবিতার মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করার প্রয়াস নিয়েছেন তাঁরা, এখনও অ্যালবামের নাম ঠিক হয়নি। বৈশাখ কবির জন্ম মাস। তাই অ্যালবাম রিলিজের জন্য ওই মাসটিকেই বেছে নিয়েছেন সুজয়প্রসাদ।

দীর্ঘদিন ধরে বাচিকশিল্পের সঙ্গে যুক্ত তিনি। একই সঙ্গে সিনেমাজগতেও সুপ্রতিষ্ঠিত নাম। আর সংযুক্তা? সুজয়প্রসাদ টিভিনাইন বাংলাকে জানালেন মুম্বই নিবাসী সংযুক্তা দীর্ঘদিন ধরে প্রবুদ্ধ রাহার কাছে সঙ্গীতের তালিম নিয়েছেন। এই অ্যালবামে বেশ কয়েকটি গান গেয়েছেন তিনি। একটি গান গেয়েছেন প্রবুদ্ধ রাহা নিজেই। সুজয়ের কথায়, “রবীন্দ্রনাথের জীবনস্মৃতি মূলত আমাদের অনুপ্রেরণা। জীবন দেবতা কবিতাটিও পাঠ করেছি। এ ছাড়াও অ্যালবামে ‘প্রভাতসঙ্গীত’, ‘ছেলেবেলা’ থেকেও লেখা নেওয়া হয়েছে।” এই লেখাগুলোই বেছে নেওয়ার পিছনে কি নির্দিষ্ট কারণ রয়েছে শিল্পীর? তাঁর উত্তর, “এই লেখাগুলোতে কবির চেতনার শুধু মানসিক উত্তরণ নয়, মানবিক উত্তরণেরও প্রতিফলন দেখা গিয়েছে।”

অ্যালবামে ব্যবহৃত হয়েছে ‘আলোকের এই ঝরণা ধারা’, ‘আকাশ ভরা সূর্য তারা’র মতো সব গান। প্রাথমিক ভাবে অ্যালবামের ডিজিটাল মুক্তির কথাই ভেবেছেন তাঁরা। সব কিছু ঠিক থাকলে এখনও মাস চারেকের অপেক্ষা। তার পরেই আসতে চলেছে সুজয়-সংযুক্তার নতুন উপহার।