Sushmita Sen: হার্ট অ্যাটাকের পর বাড়িতে হালকা এক্সারসাইজ় করছেন সুস্মিতা, জানিয়েছেন তাঁর হৃদয়ের চিকিৎসক

Sushmita Sen: ইনস্টাগ্রামে পোস্ট করে এমন কথা জানিয়েছেন সুস্মিতা। ফের ধীরে-ধীরে জীবনের স্বাভাবিক ছন্দে ফিরছেন অভিনেত্রী।

Sushmita Sen: হার্ট অ্যাটাকের পর বাড়িতে হালকা এক্সারসাইজ় করছেন সুস্মিতা, জানিয়েছেন তাঁর হৃদয়ের চিকিৎসক
সুস্মিতা সেন।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2023 | 8:36 PM

কিছুদিন আগেই চাঞ্চল্যকর সংবাদ আসে। মিস ইউনিভার্স এবং অভিনেত্রী সুস্মিতা সেন জানান, তাঁর হার্ট অ্যাটাক হয়েছে। বুকে স্টেইন বসেছে। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে। তাঁর বাবা সুবীর সেন TV9 বাংলাকে জানান, ঝড় সামলে মেয়ে তাঁর ভাল আছে। সুস্মিতা আরও একটি ইনস্টা পোস্ট করে জানিয়েছিলেন, তাঁর হৃদয় কতখানি ভুগিয়েছিল তাঁকে। এবার ফের একটি পোস্ট মারফত সুস্মিতা জানিয়েছেন তাঁর স্বাস্থ্য সম্পর্কে আরও কিছু কথা।

সকলকে আশ্বস্ত করে সুস্মিতা জানিয়েছেন যে, চিন্তা করার কিছু নেই। তাঁর চিকিৎসক তাঁকে পুরোপুরি সুস্থ ঘোষণা করেছেন। বাড়িতেই হালকা নড়াচড়া করছেন অভিনেত্রী। তিনি এক্সারসাইজ় করার অনুমতি পেয়েছেন চিকিৎসকের থেকে। তাই বাড়িতেই হালকা স্ট্রেচিং করছেন মিস ইউনিভার্স।

হার্ট অ্যাটাক হওয়ার পর কিছুদিন মুম্বইয়ের নানাবতি হাসপাতালে ভর্তি ছিলেন সুস্মিতা। এখন তিনি ছাড়া পেয়ে বাড়িতেই। তাঁর চিকিৎসা চলছে এখনও। দোলে ইনস্টাগ্রামে নিজের স্বাস্থ্যের খবর দিলেন অনুরাগীদের, যাঁরা দিনরাত তাঁর আরোগ্য কামনা করে প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। সুস্মিতা লিখেছেন, “হুইলচেয়ারের জীবন নেই আর। কার্ডিওলজিস্ট আমাকে সম্পূর্ণ সুস্থ ঘোষণা করেছেন। দারুণ অনুভূতি হচ্ছে। এটাই আমার হ্যাপি হোলি। আপনাদের দোল কেমন কাটছে? আমি আপনাদের ভালবাসি। দুগ্গা দুগ্গা।”

নিজের ফ্রি হ্যান্ড এক্সারসাইজ় করা একটি ছবি সুস্মিতা শেয়ার করেছেন ইনস্টাগ্রামে। তাতে তাঁকে স্ট্রেচ করতে দেখা যায়। তাঁকে এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। একজন লিখেছেন, “আপনাকে সুস্থ দেখে সত্যিই ভীষণ ভাল লাগছে। ভাল লাগছে ভেবে যে আপনি এই পোস্টটি শেয়ার করেছেন।”

২ মার্চ তাঁর হার্ট অ্যাটার্কের খবর শেয়ার করেছিলেন সুস্মিতা। তার দু’দিন আগেই এই ঘটনা ঘটে। শুরুতে চিকিৎসকদের অভিনেত্রী অনুরোধ করেছিলেন, কেউই যেন তাঁর অসুস্থতার খবর না জানতে পারেন। তারপর বাড়ি ফিরে তিনি খবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। বলেছিলেন, তাঁর ‘ম্যাসিভ হার্ট অ্যাটাক’ হয়েছিল। একটি আর্টারিতে ৯৫ শতাংশ ব্লকেজ ছিল।