Saroj Khan: বলিউডের প্রথম মহিলা কোরিওগ্রাফারের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা টি-সিরিজের

গত বছর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন সরোজ। বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ছিল ডায়াবেটিসের সমস্যাও। সরোজের আসল নাম ছিল নির্মলা নাগপাল।

Saroj Khan: বলিউডের প্রথম মহিলা কোরিওগ্রাফারের মৃত্যুবার্ষিকীতে বড় ঘোষণা টি-সিরিজের
সরোজ খান
Follow Us:
| Edited By: | Updated on: Jul 03, 2021 | 4:19 PM

সমাজের চোখরাঙানি, পরিবারের বারণ না শুনেই প্রথম প্রেম নাচকে বেছে নিয়েছিলেন পেশা হিসেবে। মাধুরী দীক্ষিত থেকে ঐশ্বর্যা…তাঁর অঙ্গুলিহেলনে কোমর দুলিয়েছেন তাবড় হিরো-হিরোইনরা। অনীল কাপুরের মতো নন-ডান্সারকেও নাচিয়েছেন তিনি, আবার করিনা কাপুরকেও শুনতে হয়েছে তাঁর ধমক। তিনি সরোজ খান, বলিউডে প্রথম মহিলা পরিচালক।

ঠিক এক বছর আগে এই দিনেই প্রয়াত হন সরোজ। সোশ্যাল মিডিয়ায় ভেসেছিল মন খারাপের জোয়ারে। এক বছর পর সরোজকে শ্রদ্ধা জানাতে ঘোষণা হল তাঁর বায়োপিকের। টি-সিরিজের প্রযোজক ভূষণ কুমার টুইটারে ইতিমধ্যেই সরোজের সন্তানদের সঙ্গে কথা হয়েছে তাঁর। কেনা হয়েছে স্বত্বও। প্রশ্ন, ছবিতে সরোজের ভূমিকায় দেখা যাবে কাকে? উত্তর এখনও জানাননি প্রযোজনা সংস্থা।

গত বছর মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে প্রয়াত হন সরোজ। বয়স হয়েছিল ৭১ বছর। হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ছিল ডায়াবেটিসের সমস্যাও। সরোজের আসল নাম ছিল নির্মলা নাগপাল। শিশুশিল্পী হিসেব বলিউডের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। অভিনয় করেছিলেন নজরানা ছবিতে শিশুশিল্পী হিসেবে। ১৯৫০ সালে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী হিসেবে তাঁর পথ চলা। এরপরে ধীরে ধীরে সহকোরিওগ্রাফারের ভূমিকায় বেশ কিছু ছবির নাচ পরিচালনা থেকে অবশেষে প্রথম ব্রেক মেলে ১৯৭৪ সালে। ছবির নাম গীতা মেরে নাম। শ্রীদেবীর হাওয়া হাওয়াই থেকেই পরিচিতি পেতে শুরু করেন সরোজ। মাধুরী-সরোজের সমীকরণ আজও চর্চিত। তাঁদের যুগলবন্দী মানেই ছিল হিট। ‘এক দো তিনি’, ‘ডোলা রে’, ‘ধকধক করনে লাগা…’ তালিকা বেশ লম্বা। এ সবই কি থাকবে বায়োপিকে? সেটাই দেখার বিষয়।

আরও পড়ুন- অপ্রকৃতস্থ অবস্থায় মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা