AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tamanna Bhatia: আঙুলে ২ কোটির হিরের আংটি, ‘কে দিলেন?’ অবশেষে নাম জানালেন তামান্না…

Gossip: কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তামান্না ভাটিয়া। সেই তালিকায় থাকা অন্যতম এক ছবি হল ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবি।

Tamanna Bhatia: আঙুলে ২ কোটির হিরের আংটি, 'কে দিলেন?' অবশেষে নাম জানালেন তামান্না...
| Edited By: | Updated on: Jul 26, 2023 | 1:26 PM
Share

সম্প্রতি খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তাঁর কাভালেয়া গানে নাচ সকলের নজর কেড়েছে। বর্তমানে তা সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডও করছে। যা নিয়ে রীতিমত রিলসও বানাচ্ছেন ভক্তরা। এরই মাঝে বিশ্বের পঞ্চম বৃহত্তম হিরের আংটি আঙুলে নিয়ে সকলকে চমকে দিলেন তামান্না ভাটিয়য়া। কোথা থেকে পেলেন তিনি এই আংটি? ২ কোটি দিয়ে কি নিজেই নিজেকে উপহার দিয়েছেন তিনি? পুরো আঙুল জুড়ে রয়েছে তাঁর এই আংটি। দেখে তাক লেগে যাওয়ার যোগার। ঝড়ের গতিতে ভাইরাল হওয়া এই আংটির পিছনে রয়েছে এক দীর্ঘ রহস্য। না কোনও বিশেষ মানুষ বা কাছের মানুষ নন, সিনেমাতে অভিনয় করে সুখ্যাতি কুড়িয়ে এই আংটি উপহার পেয়েছেন তামান্না ভাটিয়া।

কেরিয়ারের শুরু থেকে একের পর এক হিট ছবি দর্শকদের উপহার দিয়েছেন তামান্না ভাটিয়া। সেই তালিকায় থাকা অন্যতম এক ছবি হল ‘সাই রা নরসিমা রেড্ডি’ ছবি। এই ছবির প্রযোজক ছিলেন রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা। তাঁদের বাবার স্বপ্নের ছবি ছিল এই ‘সাই রা নরসিমা রেড্ডি’। তাতেই অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন তামান্না ভাটিয়া। চিরঞ্জীবীর এই ছবি দর্শক মহলে খুব একটা হিট না হলেও, তাঁদের এই ছবি নিয়ে পারিবারিক উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। তবে এই ছবিতে অভিনয় করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। তাই খুশি হয়ে তাঁকে রাম চরণ ও তাঁর স্ত্রী উপাসনা এই উপহার দিয়েছিলেন।

বর্তমানে তিনি একের পর এক ওটিটি থেকে ছবিতে কাজ করছেন। সম্প্রতি লাস্ট স্টোরিজ ২ সিরিজে বোল্ড লুকে ধরা দিয়েছিলেন তামান্না ভাটিয়া। দুই দশক ধরে একের পর এক ছবি করে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন তিনি। তাঁর অভিনয় থেকে শুরু করে নাচ, সকলেই এক কথায় তাঁর ভক্ত। তবে তামান্না ভক্তদের এখন লক্ষ্যই হল জেলার ছবি।

View this post on Instagram

A post shared by Sun Pictures (@sunpictures)