The Kerala Story: এবার সীমা ছাড়িয়ে গেল ‘দ্য কেরালা স্টোরি’, ‘নিষিদ্ধ’ ছবিকে কেন্দ্র করে বড় খবর
The Kerala Story: কী আছে ছবিটিতে? কেন মুক্তির পর থেকেই বাঙালি পরিচালকের এই ছবি ঘিরে পক্ষে-বিপক্ষে ঘুরে বেড়াচ্ছে নানা মত?ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম শালিনী উন্নিকৃষ্ণণ। জন্মসূত্রে হিন্দু, শালিনী পাকচক্রে কেন ফতিমা হন বা হতে বাধ্য হন, তা নিয়েই ছবি।

কোথাও সে ‘নিষিদ্ধ’, আবার কোথাও সে ‘মুক্ত’। বাংলায় নিষিদ্ধ হয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও হরিয়ানায় এই ছবি করমুক্ত। ভারতের বিভিন্ন রাজ্যের বক্স অফিস জানাচ্ছে, দৌড়চ্ছে সুদীপ্ত সেনের এই ছবি। সেই অর্থে বড় স্টার নেই, তবু প্রতিদিনই গড়ছে নতুন রেকর্ড। এবার এই ছবিকে নিয়ে সুখবর দিলেন ছবিটির প্রযোজক বিপুল শাহ। জানালেন আর ভারতের সীমাতেই আটকে থাকবে না এই ছবি। গোটা বিশ্বে মুক্তি পেতে চলেছে ছবিটি। হয় অন্য ভাষায় ডাবিং করে অথবা সাব-টাইটেলের ব্যবহারে এই ছবি মুক্তি পেতে চলেছে। তাঁরা চান, যে বিষয় নিয়ে ছবিটি তৈরি হয়েছে, তা যেন বিশ্বের সকলের কাছেই পৌঁছে যাক। এ প্রসঙ্গে বিপুল শাহ বলেন, “ছবিটি মুক্তি পাওয়ার আগেই বুঝেছিলাম যে ছবিটি শুধুমাত্র ভারতীয় নয়। এমন একটা গল্প বলে এই ছবি যা বিশ্বের দর্শকেরও জানানো উচিৎ। যদি বিশ্বের সকল মানুষের কাছে এই ছবি পৌঁছে যায় তবে যে সব সরল ছেলেমেয়ে ফাঁদে পড়তে পারে তাঁরা সতর্ক হয়ে যাবে।” বাজেট অল্প। অথচ বক্সঅফিস কাঁপাচ্ছে এই ছবি। শুধুমাত্র বৃহস্পতিবারই এই ছবি আয় করেছে ১২ কোটি ৫০ লক্ষ টাকা। প্রথম সপ্তাহে এই ছবির আয় গিয়ে দাঁড়িয়েছে ৮১ কোটি ৩৬ লক্ষ টাকা। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের অনুমান, যে ভাবে এই ছবি দৌড়চ্ছে তাতে দ্বিতীয় সপ্তাহের আয় ছাপিয়ে যেতে পারে প্রথম সপ্তাহকেও। ২০০ কোটি তো বটেই আড়াইশ কোটির কাছাকাছিও ব্যবসা করতে পারে এই ছবি।
কী আছে ছবিটিতে? কেন মুক্তির পর থেকেই বাঙালি পরিচালকের এই ছবি ঘিরে পক্ষে-বিপক্ষে ঘুরে বেড়াচ্ছে নানা মত?ছবির কেন্দ্রীয় চরিত্রের নাম শালিনী উন্নিকৃষ্ণণ। জন্মসূত্রে হিন্দু, শালিনী পাকচক্রে কেন ফতিমা হন বা হতে বাধ্য হন, তা নিয়েই ছবি। শুধু তাই-ই নয়, সিরিয়ার জঙ্গি বাহিনীতে তাঁর যোগদান, অসহায়তা, দুর্বিষহ জীবনই ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তিনি, এমনটাই দাবি করেছেন সুদীপ্ত। ট্রেলারে দাবি করা হয়েছে, কেরল থেকে ৩২ হাজার মহিলা ইচ্ছার বিরুদ্ধে ধর্মান্তরিত হতে বাধ্য হয়েছেন।
পরিচালক ট্রেলারে আরও দাবি করেছেন, শুধু হিন্দু মহিলারাই নন, অন্য ধর্মের মহিলাদেরও এই ধর্মান্তকরণ প্রক্রিয়ায় ঠেলে দেওয়া হয়েছে। এর পরেই এই দাবি নিয়ে বিতর্ক চরমে উঠেছে। অনেকেই বলেছে, ছবিতে যা দেখানো হয়েছে তা তথ্যগত দিক দিয়ে সঠিক নয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ফিল্মটি দেখানো হলে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাই, এই ফিল্মটির প্রদর্শনীর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফে। অন্যদিকে, ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে চলমান বিতর্কের মধ্যে প্রধানমন্ত্রী জানিয়েছিলেন, ছবিটি একটি সন্ত্রাসবাদী ষড়যন্ত্রের উপর ভিত্তি করে তৈরি। এই ছবি সন্ত্রাসবাদের কুৎসিত সত্যিকে তুলে ধরেছে বলে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী। তামিলনাড়ু ও বঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও যোগী-রাজ্যে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে। বক্স অফিসেও ভালই ব্যবসা করছে এই ছবি। আগামী দিনে কী হয়, এখন সেটাই দেখার।
