সম্পর্ক ভাঙার আগে হানি-শালিনীকে আরও একবার ভেবে দেখতে বলেছেন বিচারক: হানি সিংয়ের আইনজীবী
Honey Singh: মহিলা সুরক্ষা ও গার্হস্থ্য হিংসার আইনে হানি সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী শালিনী তালওয়ার। ২০১১ সালের ২৩ জানুয়ারি একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন হানি-শালিনী।
কিছুদিন আগে স্ত্রী শালিনী তালওয়ার গার্হস্থ্য হিংসার মামলা এনেছিলেন তাঁর স্বামী গায়ক হানি সিংয়ের বিরুদ্ধে। শুক্রবার আদালতে হাজির থাকতে বলা হয়েছিল ব়্যাপ গায়ককে। তিনি উপস্থিত হয়েছিলেন। কিন্তু একা নন। সঙ্গে এসেছিলেন হানির বাবা-মা। আগের শনিবারই (২৮ অগস্ট) হানিকে আসতে বলা হয়েছিল আদালতে। কিন্তু শরীর খারাপের কথা উল্লেখ করে যাননি হানি। ফের ৩ সেপ্টেম্বর আদালতে আসতে বলা হয় হানিকে।
শুক্রবার টিস হাজারি আদালতে গিয়েছিলেন হানি সিং। আদালতে দাঁড়িয়ে নিজের বক্তব্য রাখেন ‘ইয়ো ইয়ো’ ব়্যাপ গায়ক। তাঁর আইনজীবী সন্দীপ কাপুর সংবাদ মাধ্যমকে বলেছেন, “বাবা-মাকে সঙ্গে নিয়ে আদালতে এসেছিলেন হানি। রবিবার একটি ইন্টারিম রিলিফ দেওয়া হয়। শালিনী হানিদের বাড়িতে গিয়ে নিজের জিনিস নিয়ে আসবেন। তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন আইনজীবীরা। আরও দুটি ইন্টারিম রিলিফ নিয়ে আগামী শুনানিতে আলোচনা হবে। সেখানে আলোচনা হবে শালিনীর বাড়ি ও অন্যান্য খোরপোষের ব্যাপারে।”
এদিন আরও একটি ঘটনা ঘটে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তানিয়া সিং নিজের চেম্বারে নিয়ে যান হানি ও শালিনীকে। তাঁদের বোঝানোর চেষ্টা করেন। হানির আইনজীবী বলেন, “হানি ও শালিনীর সম্পর্ক ঠিক করতে চাইছিলেন বিচারক। দু’জনকেই বিষয়টি নিয়ে ফের ভেবে দেখতে বলেছেন তিনি।”
মহিলা সুরক্ষা ও গার্হস্থ্য হিংসার আইনে হানি সিংয়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তাঁর স্ত্রী শালিনী তালওয়ার। ২০১১ সালের ২৩ জানুয়ারি একে অপরকে ভালবেসে বিয়ে করেছিলেন হানি-শালিনী। ছেলেবেলা থেকেই তাঁদের সম্পর্ক। দিল্লির ফার্ম হাউসে বিয়ে হয় তাঁদের। তারপর ২০১৪ সালে রিয়্যালিটি শো ‘ইন্ডিয়াজ র স্টার’-এই হানি প্রথম তাঁর স্ত্রীকে দর্শকের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই একই বছর, একই সময়ে দিয়ানা উপ্পাল নামের এক মহিলার সঙ্গে নাম জড়িয়েছিল হানির। দিয়ানা ছিলেন ‘ফিয়ার ফ্যাক্টার: খাতরো কে খিলাড়ি ৫’-এর প্রতিযোগী। সেই গুজবকে ফুৎকারে উড়িয়েছিলেন হানি।
কিছু মাস পর জানা যায়, হানি বাইপোলার ডিজঅর্ডারের শিকার। অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে তাঁর। সেই সময় স্ত্রী শালিনী বলেছিলেন, কখনওই হানিকে ছেড়ে যাবেন না। এক ইন্টারভিউতে হানিও বলেছিলেন, স্ত্রী শালিনী তাঁর সবচেয়ে ভাল বন্ধু। বলেছিলেন, তিনি সব সময় তাঁর কথাই শুনবেন। বলেছিলেন, শালিনী তাঁর জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ।
আরও পড়ুন: বড় বাজেটের মিউজিক ভিডিয়ো, প্রথমবার গুরু-হানির যৌথ গান