Neena Gupta: হোস্টেলে লাস্যময়ী স্প্যাগেটি স্ট্র্যাপ টপ পরে বাসন মাজতেন নীনা গুপ্তা… লুকিয়ে তা দেখতেন অনুপম খের
Anupam Kher: খোলামেলা ওয়েস্টার্ন পোশাক পরেই চলাফেরা করতেন নীনা। তাঁকে দেখে সকলে মুগ্ধ হতেন। যেমন মুগ্ধ হয়েছিলেন অনুপমরা।
স্বামী-স্ত্রীয়ের চরিত্রে সম্প্রতি অভিনয় করেছেন অনুপম খের এবং নীনা গুপ্তা। ছবির নাম ‘শিব শাস্ত্রী বালবোয়া’। ১০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবিটি। ছবির প্রচারে নানা জায়গায় সাক্ষাৎকার দিয়েছেন অনুপম। সেই সাক্ষাৎকার পর্ব চলাকালীন তাঁর বহু পুরনো বান্ধবী নীনা সম্পর্কে কিছু চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য়ে এনেছেন অনুপম, যা শুনলে আপনি অবাকই হবেন ভীষণরকম।
অনেক বছর আগেকার কথা। দু’জনেই তখন চর্চা করছেন অভিনয় নিয়ে, নাটক নিয়ে। দু’জনেই ড্রামা স্কুলে ভর্তি হয়েছিলেন। চলছিল তাঁদের প্রশিক্ষণ। সেই সময় থেকেই দারুণ আধুনিক মনস্ক ছিলেন নীনা। খোলামেলা ওয়েস্টার্ন পোশাক পরেই তিনি চলাফেরা করতেন। তাঁকে দেখে সকলে মুগ্ধ হতেন। যেমন মুগ্ধ হয়েছিলেন অনুপমরা।
এক সাক্ষাৎকারে অনুপম বলেছেন, “ড্রামা স্কুলে পড়ার সময় থেকেই দেখতাম, নীনা খুবই পাশ্চাত্য মনস্ক মানুষ ছিলেন। তিনি নিজেই নিজের সমস্ত রান্না রেঁধে নিতে পারতেন। নিজের বাসন নিজেই মাজতেন। একটি সরু স্ট্র্যাপের স্বপ্ন বসন স্প্যাগেটি টপ পরে তাঁকে বাসন মাজতে দেখেছি আমরা। ড্রামা স্কুলের কমন এরিয়ায় বাসন মাজতেন নীনা।”
যে ড্রামা স্কুলে নীনা-অনুপম প্রশিক্ষণ নিয়েছিলেন সেই সময়, সেখানে মেয়ে এবং ছেলেদের হোস্টেল একটাই ছিল। আলাদা হোস্টেলের ব্যবস্থা ছিল না। অনুপমের কথায়, নীনা তখন থেকেই আধুনিক মনস্ক ছিলেন। ফলে তাঁর ছোট-ছোট বিষয়গুলি এতগুলো বছর পরও মনে রেখে দিয়েছেন অনুপম।
নীনা গুপ্তা তাঁর সময়ের থেকে অনেকটাই এগিয়ে থাকা একজন মানুষ। নিজের জীবন দিয়ে তা তিনি প্রমাণ করেছেন একাধিকবার। নিজের সম্পর্কে তিনি লুকিয়ে রাখেননি কিছুই। তাঁর জীবন খোলা বইয়ের মতো। গল্প সকলেরই জানা। একটা সময় নীনা প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ়ের ক্রিকেটার ভিভ রিচার্ডসের সঙ্গে। কন্যাসন্তান মাসাবার জন্ম দিয়েছিলেন বিয়ে না করেই। এহেন নীনা, চিরকালই নিজের শর্তে জীবন বেঁচেছেন। এবং বেঁচেছেন অত্যন্ত সাধারণভাবেই।