Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sandeep Reddy Vanga: নিজেও চড় মারেন প্রেমিকাকে, ‘অ্যানিম্যাল’-এর পরিচালককে ‘সাইকো’, ‘মানসিকভাবে অসুস্থ’ আখ্যা দিলেন কে?

'Animal' Film: 'কবীর সিং' এবং 'অর্জুন রেড্ডি'--সন্দীপের কল্পনায় তৈরি দুই নায়ক প্রেমিকাকে চড় মেরেছে। 'অ্যানিম্যাল'-এ রণবিজয় তাঁর স্ত্রী গীতাঞ্জলিকে প্রায় গুলিই করে দিচ্ছিল। ছবির পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা নিজেও কি এই ধরনের কাজই করেন তাঁর প্রেমিকা কিংবা স্ত্রীর সঙ্গে? প্রশ্ন করায় সন্দীপ যা বলেন...

Sandeep Reddy Vanga: নিজেও চড় মারেন প্রেমিকাকে, 'অ্যানিম্যাল'-এর পরিচালককে 'সাইকো', 'মানসিকভাবে অসুস্থ' আখ্যা দিলেন কে?
সন্দীপ রেড্ডি ভাঙ্গা।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 12, 2023 | 1:09 PM

বরাবরই ‘রাফ অ্যান্ট টাফ’ (আলফা মেল) পুরুষদের রুপোলি পর্দায় তুলে ধরেন দক্ষিণের পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। দক্ষিণে তাঁর ডেবিউ ছবি ‘অর্জুন রেড্ডি’তে নায়ক খুবই রুক্ষ। সেই ছবির হিন্দি রিমেক ‘কবীর সিং’-এও তাই। দক্ষিণী ভাষায় তাঁর অন্যান্য ছবিতেও সেই এক প্রতিচ্ছবিই প্রস্ফুটিত। কেবল তাই নয়, এই পুরুষরা একেবারেই নরম হতে পারেন না। প্রেমিকাকেও অবলীলায় গালে থাপ্পড় মেরে দিতে পারে। যে কোনও নারীকে পছন্দ হলে তাকে নিজের প্রেমিকা হিসেবে প্রতিপন্ন করতে পারে, সেই নারীর অনুমতি না নিয়েই। এবং বিষয়টি নিয়ে তোলপাড়ও হয় বিপুল মাত্রায়। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘অ্যানিম্যাল’ ছবির পরিচালকও তিনিই। এবং সেই ছবিতে পুরুষের অতিরিক্ত পৌরুষ সমালোচিত হচ্ছে সর্বত্র। এবার প্রশ্ন, ব্যক্তিজীবনে সন্দীপ রেড্ডি ভাঙ্গাও কি এরকমই?

‘কবীর সিং’ এবং ‘অর্জুন রেড্ডি’–সন্দীপের কল্পনায় তৈরি দুই নায়ক প্রেমিকাকে চড় মেরেছে। ‘অ্যানিম্যাল’-এ রণবিজয় তাঁর স্ত্রী গীতাঞ্জলিকে প্রায় গুলিই করে দিচ্ছিল। ছবির পরিচালক নিজেও কি এই ধরনের কাজই করেন তাঁর প্রেমিকা কিংবা স্ত্রীর সঙ্গে। উত্তরে সন্দীপ বলেছিলেন, “কাউকে খুব ভালবাসলে তাতে সততা থাকা প্রয়োজন। যদি একে-অপরকে থাপ্পড়ই মারার অধিকার না থাকে, তা হলে সেই সম্পর্কে প্রেম থাকে না। সেই প্রেমের সম্পর্ক টিকিয়ে রাখার কোনও মানেই হয় না।”

এই মন্তব্যের পর সন্দীপকে ট্রোল করে নেটিজ়েনরা। তাঁকে ‘সাইকো’ কিংবা ‘মানসিকভাবে বিকারগ্রস্ত’ বলতে শুরু করেন তাঁরা। যদিও এই সমস্ত মন্তব্যে কিছুই যায় আসেনি পরিচালকের। তিনি পরিবর্তন ঘটনাবেন না ছবির বিষয়বস্তুতে। ‘অ্যানিম্যাল’ মুক্তির পর তিনি তৈরি করবেন ‘অ্যানিম্যাল পার্ক’। সেখানে আরও বেশি রক্তারক্তি, আরও বেশি ‘ধস্তাধস্তি’ এবং মাত্রাতিরিক্ত পৌরুষ থাকবে। থাকবেন রণবীর কাপুরের দ্বৈত অভিনয়ও।