সদ্য বিয়ে সেরেছেন বঙ্গতনয়া মৌনী রায়। গোয়ায় মালয়ালি ও বাঙালি রীতিতে মালা দিয়েছেন দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের গলায়। তাঁর বিয়ের টুকরো ছবি ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু গোল বেঁধেছে এক ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে। ডান্স বারের উপর বান্ধবীদের সঙ্গে নাচছেন মৌনী। এত অবধি ঠিকই ছিল। হাতে শাঁখা পলা সঙ্গে উদ্যম নাচ, নীতিপুলিশদের বড় অংশ করেছেন কটাক্ষ।
হোটেলের নৈশপার্টিতে মজেছিলেন সদ্যবিবাহিত মৌনী। সেখানেই গায়ক ইমরান খানের ‘অ্যাম্পলিফায়ার’ গানের সঙ্গেই নাচতে দেখা যায় তাঁকে। কোনও কারণে সেই বন্ধ দরজার ভিডিয়ো প্রকাশ পেয়ে যায় নেটমাধ্যমে। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। আর তাতেই এসেছে নেতিবাচক মন্তব্য। কেউ নতুন বৌ-এর নাচ নিয়ে করেছেন কটাক্ষ। আবার কেউ বা নিদান দিয়েছেন, ‘এ নাকি শাঁখা পলার অপমান’। মৌনী যদিও নিরব। তাঁর পাশেও দাঁড়াতে দেখা গিয়েছে কাউকে কাউকে। তাঁদের বক্তব্য, “বিয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কেউ যদি প্রিয়জনদের সঙ্গে এভাবে উদযাপন করতে চান, সে তাঁর ব্যক্তিগত ইচ্ছে। এতে অন্যের সমস্যা কোথায়?”
গত ২৭ জানুয়ারি বিয়ে সেরেছেন মৌনী। তিনি যে বিয়ে করছেন পাপারাজ্জির কাছে সে খবর পৌঁছেছিল আগেই। জানা গিয়েছিল মৌনীর বিয়েতে হাজির হতে গেলে সঙ্গে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। বিয়ের দিন দুয়েক আগেই গোয়া উড়েছিলেন মৌনী। কুচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মেয়ের বিয়ের তদারকি করতে হাজির হয়েছিলেন অভিনেত্রীর মা-ও। কাছের বন্ধু মন্দিরা বেদী, অর্জুন বিজলানিও বাক্স প্যাঁটরা গুছিয়ে সোজা পাড়ি দিয়েছিলেন মুম্বই।
বিয়ের ঠিক আগের রাতে প্রথম বার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সূরজের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন মৌনীও। আর রাখঢাক নয়, সূরজই যে তাঁর ‘সবকিছু’ সে কথাও অস্ফুটে জানিয়েছিলেন বাঙালি মেয়ে। সব ঠিকই চলছিল, কিন্তু এর মধ্যেই দোসর কটাক্ষ। মৌনী অবশ্য এ ব্যাপারে একেবারেই চুপ, নতুন জীবন উপভোগেই মেতেছেন কোচবিহারের মেয়ে।
সদ্য বিয়ে সেরেছেন বঙ্গতনয়া মৌনী রায়। গোয়ায় মালয়ালি ও বাঙালি রীতিতে মালা দিয়েছেন দুবাইয়ের ব্যবসায়ী সূরজ নাম্বিয়ারের গলায়। তাঁর বিয়ের টুকরো ছবি ইতিমধ্যেই ভাইরাল। কিন্তু গোল বেঁধেছে এক ভাইরাল হওয়া ভিডিয়ো নিয়ে। ডান্স বারের উপর বান্ধবীদের সঙ্গে নাচছেন মৌনী। এত অবধি ঠিকই ছিল। হাতে শাঁখা পলা সঙ্গে উদ্যম নাচ, নীতিপুলিশদের বড় অংশ করেছেন কটাক্ষ।
হোটেলের নৈশপার্টিতে মজেছিলেন সদ্যবিবাহিত মৌনী। সেখানেই গায়ক ইমরান খানের ‘অ্যাম্পলিফায়ার’ গানের সঙ্গেই নাচতে দেখা যায় তাঁকে। কোনও কারণে সেই বন্ধ দরজার ভিডিয়ো প্রকাশ পেয়ে যায় নেটমাধ্যমে। মুহূর্তেই হয়ে যায় ভাইরাল। আর তাতেই এসেছে নেতিবাচক মন্তব্য। কেউ নতুন বৌ-এর নাচ নিয়ে করেছেন কটাক্ষ। আবার কেউ বা নিদান দিয়েছেন, ‘এ নাকি শাঁখা পলার অপমান’। মৌনী যদিও নিরব। তাঁর পাশেও দাঁড়াতে দেখা গিয়েছে কাউকে কাউকে। তাঁদের বক্তব্য, “বিয়ের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কেউ যদি প্রিয়জনদের সঙ্গে এভাবে উদযাপন করতে চান, সে তাঁর ব্যক্তিগত ইচ্ছে। এতে অন্যের সমস্যা কোথায়?”
গত ২৭ জানুয়ারি বিয়ে সেরেছেন মৌনী। তিনি যে বিয়ে করছেন পাপারাজ্জির কাছে সে খবর পৌঁছেছিল আগেই। জানা গিয়েছিল মৌনীর বিয়েতে হাজির হতে গেলে সঙ্গে থাকতে হবে কোভিড নেগেটিভ রিপোর্ট। বিয়ের দিন দুয়েক আগেই গোয়া উড়েছিলেন মৌনী। কুচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মেয়ের বিয়ের তদারকি করতে হাজির হয়েছিলেন অভিনেত্রীর মা-ও। কাছের বন্ধু মন্দিরা বেদী, অর্জুন বিজলানিও বাক্স প্যাঁটরা গুছিয়ে সোজা পাড়ি দিয়েছিলেন মুম্বই।
বিয়ের ঠিক আগের রাতে প্রথম বার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সূরজের সঙ্গে ছবি শেয়ার করেছিলেন মৌনীও। আর রাখঢাক নয়, সূরজই যে তাঁর ‘সবকিছু’ সে কথাও অস্ফুটে জানিয়েছিলেন বাঙালি মেয়ে। সব ঠিকই চলছিল, কিন্তু এর মধ্যেই দোসর কটাক্ষ। মৌনী অবশ্য এ ব্যাপারে একেবারেই চুপ, নতুন জীবন উপভোগেই মেতেছেন কোচবিহারের মেয়ে।