Udit Narayan: বাড়িতে সারাক্ষণ কেন টাওয়েল পরে থাকেন উদিত নারায়ণ?

Udit Narayan: উদিত বলেন, “আমি এখনও টাওয়েল পরেই থাকি। আমি কৃষক সন্তান। এটাই আমার অভ্যেস। এটা পরিবর্তন হওয়ার নয়।”

Udit Narayan: বাড়িতে সারাক্ষণ কেন টাওয়েল পরে থাকেন উদিত নারায়ণ?
উদিত নারায়ণ।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2021 | 2:21 PM

উদিত নারায়ণ। তাঁকে সঙ্গীতশিল্পী হিসেবেই দর্শক চেনেন। কিন্তু ব্যক্তি উদিতকে যাঁরা চেনেন তাঁরা জানেন তিনি খুব মজার মানুষ। তারই হালকা ঝলক এ বার প্রকাশ্যে। ‘দ্য কপিল শর্মা শো’-এর অতিথি হিসেবে হাজির ছিলেন উদিত, কুমার শানু এবং অনুরাধা পড়ওয়াল। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ আসন্ন সেই এপিসোডের প্রোমো প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই উদিতের মন্তব্য দেখে গোটা এপিসোড দেখার আগ্রহ বেড়ে গিয়েছে দর্শক মহলে।

শোয়ের হোস্ট কপিল সারাক্ষণই মজা করতে থাকেন। এর আগে ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে ওই শো অতিথি হিসেবে গিয়েছিলেন উদিত। সে সময় জানা গিয়েছিল, বাড়িতে নাকি শুধুমাত্র টাওয়েল পরে ঘোরাঘুরি করেন উদিত! কপিল সেই প্রসঙ্গ উল্লেখ করে উদিতকে প্রশ্ন করেন, “এখন তো বাড়িতে বউমা এসে গিয়েছেন। নিশ্চয়ই আপনার খুব সমস্যা হচ্ছে।” এর উত্তরে মজা করে উদিত বলেন, “আমি এখনও টাওয়েল পরেই থাকি। আমি কৃষক সন্তান। এটাই আমার অভ্যেস। এটা পরিবর্তন হওয়ার নয়।” মজা করার সুযোগ ছাড়েননি কুমার শানুও। সঙ্গে সঙ্গে তিনি বলেন, “ও কৃষক সন্তান। কখনও খেত দেখেনি, কিন্তু টাওয়েল দেখে নিয়েছে।”

২০২২-এর পর আর টেলিভিশনে সঞ্চালনা করবেন না। এই ঘোষণা দিন কয়েক আগেই করেছেন উদিত পুত্র আদিত্য। ওই সময়ের মধ্যে ব্যক্তি জীবনে বাবা হয়ে যাবেন। এ কথাও বলেছিলেন। তারপর থেকেই আদিত্যর স্ত্রী শ্বেতা আগরওয়ালের প্রেগন্যান্সি নিয়ে জল্পনা শুরু হয় নানা মহলে। ২০২০-র ডিসেম্বরে দীর্ঘ দিনের বান্ধবী শ্বেতাকে বিয়ে করেছিলেন আদিত্য। তবে সত্যিই তাঁরা প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন কি না, সে প্রসঙ্গে সাংবাদিকদের আদিত্য বলেন, “যদি তেমন কিছু হয়, অথবা যবে তেমন কিছু হবে, আমরা ঘোষণা করব। ২০২২ শেষ হতে এখনও দেড় বছর বাকি। সুতরাং আমার মনে হয় রোম্যান্স করার জন্য হাতে যথেষ্ট সময় রয়েছে। কিন্তু এমনটাই হয়েছে বলে ভুল ব্যখ্যা করা হচ্ছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, বিয়ে করেছি। নতুন বাড়ি কিনেছি। এ বার জীবনটা আরও এগিয়ে নিয়ে যেতে চাইছি।”

সদ্য এক সাক্ষাৎকারে এ বিষয়ে আদিত্য বলেন, “ভারতীয় টেলিভিশনে সঞ্চালক হিসেবে আমার শেষ বছর ২০২২। তারপর আর সঞ্চালনার কাজ করব না। আরও বড় কিছু পরিকল্পনা করেছি। প্রাথমিক অঙ্গীকারগুলো সম্পূর্ণ করতেই হবে। একসঙ্গে অনেকগুলো কাজ করতে ভাল লাগে। কিন্তু পরিশ্রমও অনেক বেশি হয়। গত ১৫ বছরে টেলিভিশন ইন্ডাস্ট্রি আমাকে অনেক কিছু দিয়েছে। কিন্তু এ বার এগিয়ে যাওয়ার সময়।”

‘সা রে গা মা পা’ চ্যালেঞ্জ ২০০৭ দিয়ে টেলিভিশনে সঞ্চালনার কেরিয়ার শুরু করেন আদিত্য। ‘ইন্ডিয়ান আইডল’-এর পর পর দুটো সিজন তিনি সঞ্চালনা করলেন। ১০ বছরের বন্ধুত্ব এবং প্রেমের পর গত ডিসেম্বরে শ্বেতা আগরওয়ালকে বিয়ে করেন আদিত্য। দাম্পত্য নিয়েও খুশি এই জুটি। তবে টেলিভিশনের সঞ্চালনা ছেড়ে দেওয়ার পর কী করবেন, সে বিষয়ে এখনই কিছু বলতে চাননি আদিত্য।

আরও পড়ুন, Rohit Shetty: কোন অতীতের কথা মনে করে প্রকাশ্যে কেঁদে ফেললেন রোহিত শেট্টি?