Udit Narayan: অভিজিতের জন্মদিনে কী ভাবে সেরা উপহার হয়ে উঠলেন উদিত?

Udit Narayan: ‘পাপা কহেতে হ্যায়’ হোক বা ‘পহেলা নশা’ একের পর এক সুপারহিট গান গেয়ে দর্শকের মন ভরিয়ে দেবেন উদিত। সঙ্গে থাকবেন অভিজিৎ ভট্টাচার্য।

Udit Narayan: অভিজিতের জন্মদিনে কী ভাবে সেরা উপহার হয়ে উঠলেন উদিত?
উদিত এবং অভিজিৎ।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 9:41 PM

নব্বইয়ের দশকে জন্ম আপনার? অথবা হয়তো বড় হয়ে উঠেছেন ওই সময়ে। নির্দিষ্ট কিছু নস্ট্যালজিয়া নিশ্চয়ই রয়েছে। রয়েছে ভাল লাগার গান। সে সব একবার ফিরে দেখার সুযোগ পাবেন আপনি। কারণ কালার্স বাংলায় সম্প্রচারিত সঙ্গীতের মহাযুদ্ধ রিয়ালিটি শোয়ে বিচারকের দায়িত্ব নিয়ে বিশেষ পর্বে আসছেন উদিত নারায়ণ। যাঁর গানে মাতোয়ারা ছিল নব্বইয়ের দশক।

‘পাপা কহেতে হ্যায়’ হোক বা ‘পহেলা নশা’ একের পর এক সুপারহিট গান গেয়ে দর্শকের মন ভরিয়ে দেবেন উদিত। সঙ্গে থাকবেন অভিজিৎ ভট্টাচার্য। ‘ম্যায় কোই অ্যায়সা গীত গাউ’ অথবা ‘ম্যায় খিলাড়ি তু আনাড়ি’র মতো গান গেয়ে মাতিয়ে দেবেন তিনিও। অভিজিতের জন্মদিন সেলিব্রেশন হবে। সঞ্চালক মীরের মতে, অভিজিতের জন্মদিনের সেরা উপহার উদিতের উপস্থিতি। প্রতিযোগীরাও নব্বইয়ের দশকের বিভিন্ন জনপ্রিয় গান গাইবেন। গানের নেপথ্যের গল্প শেয়ার করবেন উদিত।

গানের রিয়ালিটি শো বাঙালি দর্শক বহুবার দেখেছেন। তবে মীর আফসার আলির সঞ্চালনায় প্রথমবার ‘সঙ্গীতের মহাযুদ্ধ’ দেখছেন দর্শক। মীর এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উস্তাদ রশিদ খান, লোপামুদ্রা মিত্র এবং জিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন বিচারকের আসনে। ‘সুপার সিঙ্গার’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’-এর মতো রিয়ালিটি শোয়ে এর আগে জিৎ অংশ নিয়েছিলেন। অন্যদিকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে অন্যতম নাম পদ্মশ্রী উস্তাদ রশিদ খান বিভিন্ন শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে সম্পূর্ণ সময়ের জন্য বিচারকের দায়িত্ব এই প্রথমবার পালন করছেন।

পরিচালক তথা প্রযোজক রাজ চক্রবর্তী প্রায় ১১ বছর পর নন ফিকশন শো তৈরি করছেন। প্রায় ১৬ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল এই মিউজিক্যাল জার্নি। বহুদিন পরে কাজ করছেন রাজ-মীর জুটি। এই জুটি এর আগে ‘মীরাক্কেল’ তৈরি করেছিলেন। যার জনপ্রিয়তা বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রিতে নিঃসন্দেহে একটি মাইলস্টোন।

‘সঙ্গীতের মহাযুদ্ধ’-এ প্রতিযোগীদের তালিকায় চমক ছিল। যাঁরা প্রতিযোগিতা করেছেন, তাঁরা মিউজিক ইন্ডাস্ট্রিতে ইতিমধ্যেই পরিচিত মুখ। তীর্থ, দীপমালা হালদার, সৌম্য চক্রবর্তী, আফরিন রানা, প্রীতম রায়, সুমন মজুমদার, শালিনী মুখোপাধ্যায়, রাহুল দত্ত, রাজদীপ মুখোপাধ্যায়, সায়ম পালের মতো শিল্পীরা অংশ নিয়েছেন।

আরও পড়ুন, Neha Dhupia: ছেলেকে স্তন্যপান করানোর ছবি শেয়ার করে সচেতনতার বার্তা নেহার