AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Imon Chakraborty: দিনভর নাজেহাল ইমন, প্রশ্নের মুখে রোজগার, শেষমেষ কী হল?

Viral Video: সোশ্যাল মিডিয়ায় এসে নিজের দুশ্চিন্তার কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর।

Imon Chakraborty: দিনভর নাজেহাল ইমন, প্রশ্নের মুখে রোজগার, শেষমেষ কী হল?
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 12:48 PM
Share

গায়িকা ইমন চক্রবর্তী, গত ২৪ ঘণ্টায় তাঁর সোশ্যাল মিডিয়া লাইভের পর ভক্তদের মনে কৌতুহল ছিল তুঙ্গে। বিপদের মুখে ইমন। ঠিক কী হয়েছিল? গত ১০ বছর ধরে তিলে তিলে গড়ে তোলা ইউটিউব চ্যানেল হঠাৎ উধাও। খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁর সেই লিঙ্ক। সোশ্যাল মিডিয়ায় এসে নিজের দুশ্চিন্তার কথা সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। তিনি জানিয়েছিলেন, তিনি যোগ করেন, “এখন অনেকেই ইউটিউব থেকে রোজগারের চেষ্টা করছে। সেখানে হঠাৎ করেই আমার চ্যানেলটা উড়িয়ে দেওয়া হল, কিচ্ছু না বলে কয়ে! এটা কি ঠিক? কী ভয়াবহ অভিজ্ঞতা।”

এরপরেই ইউটিউবকে উদ্দেশ্য করে ইমন বলেন, “যদি ক্রিয়েটার কনটেন্ট না তৈরি করে তাহলে তোমরা কে? একবার সাবধান পর্যন্ত করবে না। আমরা এতদিন ধরে শ্রম দিয়েছি, এত টাকা খরচ করেছি তার এক শতাংশ টাকাও তো ইউটিউব থেকে আসেনি। তাহলে এরকমটা কেন?” ইমনের এই মন্তব্যে সকলেরই বিচলিত হয়ে পড়েছিল। বিশ্বাসস করতে পারছিলেন না অনেকেই যে আদপে এমনটা ঘটেছে। দুশ্চিন্তায় সারাটা দিন কাটতে থাকে ইমনের তাঁর নিজের টিম রয়েছে, সকলেই এদিন সর্বস্য দিয়ে চেষ্টা করছিলেন সেই চ্যানেলকে ফিরে পাওয়ারর।

তবে খুব একটা দেরি হয়নি। এদিন রাতেই সুখবর শোনালেন তিনি। ইমন ফিরে পান তাঁর ইউটিউব চ্যালেন। প্রকাশ্যে তা জানিয়েছেন গায়িকা। আবারও সোশ্যাল মিডিয়ায় লাইভে আসেন তিনি। সকলকে ধন্যবাদ জানান, ইউটিউব টিম থেকে শুরু করে সংবাদ মাধ্যম, বন্ধুবান্ধব ও তাঁর নিজের টিম, তালিকা থেকে বাদ পড়ল না কেউ। তিনি এদিন স্পষ্ট জানিয়েছেন, একটা ইউটিউব চ্যানেল গড়ে তুলতে ঠিক কতটা পরিশ্রম লাগে। ফলে সেই চ্যানেলে কোনও সমস্যা হলে দুশ্চিন্তা হওয়ায় স্বাভাবিক। তবে খুব দ্রুত তাঁর সমস্যার সমাধান করে দেওয়া হয়েছে বলেই জানান অভিনেত্রী।