Usha Uthup: ‘তুমি তোমার তুলনা শ্রীভল্লি’, উষা উত্থুপের গলায় প্রকাশ্যে গানের বাংলা ভার্সন

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Mar 01, 2022 | 10:17 PM

Usha Uthup: ইতিমধ্যেই সেই গান বেশ জনপ্রিয়। অবশেষে জনপ্রিয় গানের বাংলা ভার্সন শুনতে পেয়ে খুশি নেটিজেনও। আর সঙ্গে বাড়তি পাওনা উষা উত্থুপের বলিষ্ঠ গলা।

Follow Us

তামিল-তেলুগু ভাষায় মুক্তি পাওয়া গানটির কোনও কথাই হয়তো আপনি বুঝতে পারেননি। হিন্দিতে মুক্তি পাওয়ার পর হয়তো মুখস্থ করে গেয়েছিলেন দু’কলি। কথা হচ্ছে পুষ্পা দ্য রাইজ ছবির ‘শ্রীভল্লি’ গানের। ওই গানই এবার মুক্তি পেল বাংলাতে। গাইলেন ঊষা উত্থুপ। ঠিক হিন্দি ভার্সনের মতো করে বলে উঠলেন, ‘তোমার তুলনা তুমি শ্রীভল্লি’।

ইতিমধ্যেই সেই গান বেশ জনপ্রিয়। অবশেষে জনপ্রিয় গানের বাংলা ভার্সন শুনতে পেয়ে খুশি নেটিজেনও। আর সঙ্গে বাড়তি পাওনা উষা উত্থুপের বলিষ্ঠ গলা। গানের ভিডিয়োতেও রয়েছেন তিনি। সেখানে আল্লু অর্জুনের সিগনেচার স্টেপে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে যেন সোনায় সোহাগা।

করোনাকালেই ছবিটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। মুক্তির তারিখ ১৭ ডিসেম্বর। সে সময় রমরমিয়ে চলছিল ‘স্পাইডারম্যান’। হলিউড ওই সুপারহিরোকে টেক্কা দিয়ে বাজার কতটা দখল নিতে পারবে তা নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। কিন্তু মুক্তির পর দেখা গেল, শুধু দখল নেওয়াই নন, বক্সঅফিসে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। দক্ষিণী ছবি হয়েও দেশের বিভিন্ন রাজ্যে রমরমিয়ে ব্যবসা করে ছে ৪ টি ভাষায় মুক্তি পাওয়া ছবি। এরই মধ্যে মুক্তি পায় রণবীর সিংয়ের ‘৮৩’।

পুষ্পার ক্যারিশ্মার কাছে ফিকে হয়ে যায় ওই ছবিও। বিশ্বকাপি বিজয়ের নস্টালজিয়ার থেকেও আল্লুর ‘সোয়াগ’ মনে ধরে সিনেপ্রেমীদের প্রায় সিংহভাগের। অন্ধ্রপ্রদেশের চন্দনকাঠের চোরাকারবারিকে কেন্দ্র করেই এই ছবি। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মন্দনা, ফাহাদ ফাসিল। ওই ছবির হাত ধরেই কার্যত জাতীয় তারকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে আল্লুর। এখন শুধু বলিউডে সাম্রাজ্য বিস্তার বাকি।

 

তামিল-তেলুগু ভাষায় মুক্তি পাওয়া গানটির কোনও কথাই হয়তো আপনি বুঝতে পারেননি। হিন্দিতে মুক্তি পাওয়ার পর হয়তো মুখস্থ করে গেয়েছিলেন দু’কলি। কথা হচ্ছে পুষ্পা দ্য রাইজ ছবির ‘শ্রীভল্লি’ গানের। ওই গানই এবার মুক্তি পেল বাংলাতে। গাইলেন ঊষা উত্থুপ। ঠিক হিন্দি ভার্সনের মতো করে বলে উঠলেন, ‘তোমার তুলনা তুমি শ্রীভল্লি’।

ইতিমধ্যেই সেই গান বেশ জনপ্রিয়। অবশেষে জনপ্রিয় গানের বাংলা ভার্সন শুনতে পেয়ে খুশি নেটিজেনও। আর সঙ্গে বাড়তি পাওনা উষা উত্থুপের বলিষ্ঠ গলা। গানের ভিডিয়োতেও রয়েছেন তিনি। সেখানে আল্লু অর্জুনের সিগনেচার স্টেপে পোজ দিতেও দেখা গিয়েছে তাঁকে। সব মিলিয়ে যেন সোনায় সোহাগা।

করোনাকালেই ছবিটি মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। মুক্তির তারিখ ১৭ ডিসেম্বর। সে সময় রমরমিয়ে চলছিল ‘স্পাইডারম্যান’। হলিউড ওই সুপারহিরোকে টেক্কা দিয়ে বাজার কতটা দখল নিতে পারবে তা নিয়ে চিন্তায় ছিলেন নির্মাতারা। কিন্তু মুক্তির পর দেখা গেল, শুধু দখল নেওয়াই নন, বক্সঅফিসে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ছবিটি। দক্ষিণী ছবি হয়েও দেশের বিভিন্ন রাজ্যে রমরমিয়ে ব্যবসা করে ছে ৪ টি ভাষায় মুক্তি পাওয়া ছবি। এরই মধ্যে মুক্তি পায় রণবীর সিংয়ের ‘৮৩’।

পুষ্পার ক্যারিশ্মার কাছে ফিকে হয়ে যায় ওই ছবিও। বিশ্বকাপি বিজয়ের নস্টালজিয়ার থেকেও আল্লুর ‘সোয়াগ’ মনে ধরে সিনেপ্রেমীদের প্রায় সিংহভাগের। অন্ধ্রপ্রদেশের চন্দনকাঠের চোরাকারবারিকে কেন্দ্র করেই এই ছবি। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও রয়েছেন রশ্মিকা মন্দনা, ফাহাদ ফাসিল। ওই ছবির হাত ধরেই কার্যত জাতীয় তারকা হিসেবে আত্মপ্রকাশ ঘটে আল্লুর। এখন শুধু বলিউডে সাম্রাজ্য বিস্তার বাকি।

 

Next Article