Katrina-Vicky: এখনই বিয়ে করতে চাননি ভিকি, এক বিশেষ কারণে ‘জোর’ করেন ক্যাটরিনাই!

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Nov 09, 2021 | 8:54 PM

ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন ভিকিই। তবে ভিকি নাকি চেয়েছিলেন পরের বছরের মাঝামাঝি ওই মে মাস নাগাদ চার হাত এক করতে। ক্যাটরিনাই অত দিন অপেক্ষা না করে ভিকিকে জানিয়ে দেন এই বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি।

Katrina-Vicky: এখনই বিয়ে করতে চাননি ভিকি, এক বিশেষ কারণে জোর করেন ক্যাটরিনাই!
ক্যাটরিনা এবং ভিকি।

Follow Us

এই মুহূর্তে বলিপাড়ার সবচেয়ে আলোচিত টপিক ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। নেটিজেন তো বটেই তাঁদের বিয়ে নিয়ে বলিস্টারদের উত্তেজনাও কম নয়। যেহেতু বিয়ে নিয়ে এখনও পর্যন্ত ক্যাটরিনা ও ভিকি একটিও মন্তব্য করেননি তাই কৌতুহল বাড়ছে ক্রমশই। দিন যত এগিয়ে যাচ্ছে ক্যাটরিনা-ভিকি ঘনিষ্ঠদের থেকেই পাওয়া যাচ্ছে একের পর এক অজানা তথ্য। ওই জুটি ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, এই ডিসেম্বরে বিয়ে করতে কিছুটা পিছপা ছিলেন ভিকি। তবে প্রেমিকা ক্যাটরিনার কথাতেই নাকি বিয়ের ডেট এগিয়ে আনতে বাধ্য হয়েছেন অভিনেতা। কিন্তু কেন রাজি ছিলেন না ভিকি?

ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব দেন ভিকিই। তবে ভিকি নাকি চেয়েছিলেন পরের বছরের মাঝামাঝি ওই মে মাস নাগাদ চার হাত এক করতে। ক্যাটরিনাই অত দিন অপেক্ষা না করে ভিকিকে জানিয়ে দেন এই বছরের শেষেই বিয়ের পিঁড়িতে বসতে চান তিনি। প্রেমিকার ইচ্ছেকে মাথায় রেখেই ভিকিও তাঁর পূর্ব সিদ্ধান্ত থেকে সরে এসে সায় দেন তাতেই। ক্যাটরিনা কেন বিয়ে এগতে বলেছিলেন সে কথাও জানিয়েছেন অভিনেত্রী ঘনিষ্ঠ সূত্রই। জানা যাচ্ছে, রাজস্থানের মাধোপুরের যে প্রাসাদকে তাঁরা বিয়ের জায়গা হিসেবে বেছে নিয়েছেন তা মে মাসে বিয়ের জন্য একেবারেই উপযুক্ত নয়। মে মাসে রাজস্থানের ফ্যাটফ্যাটে গরমে বিয়ে করা কার্যত অসম্ভব। এদিকে খোলা আকাশের নিচে সব রীতি মেনে রাজকীয় ভাবেই বিয়ে সারার ইচ্ছে ক্যাটের। তাই শীতকালকেই আদর্শ মনে হয়েছে তাঁর। আর সে কারণেই এক বছর না পিছিয়ে চটজলদি এই বিয়ের সিদ্ধান্ত।

সূত্র বলছে, দিন কয়েক আগে পরিচালক কবির খানের বাড়িতে নাকি নিভৃতে বাগদানও সেরে ফেলেছেন ভিকি-ক্যাট। হাজির ছিলেন দুই পরিবারের আত্মীয়রা। পরিচালক কবির খানকে দাদা ডাকেন ক্যাটরিনা। তাই বোনের বিয়ের তদারকির বেশ একটা বড় দায়িত্ব তাঁর ঘাড়েই। আর মাত্র এক মাস। সব ঠিক থাকলে বিয়ের সানাই বাজতে আর দেরি নেই… চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

Next Article