AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বৃষ্টি ভেজা অরিজিতের গান, এক অন্যস্বাদের লাইভ কনসার্টের সাক্ষী থাকল শিলিগুড়ি

Arijit Singh: না, প্রশংসা এখানেই সীমাবদ্ধ নয়। বরং অরিজিৎ সিংকে নিয়ে কনসার্টের দিনও ভাইরাল হল ভিডিয়ো।

Viral Video: বৃষ্টি ভেজা অরিজিতের গান, এক অন্যস্বাদের লাইভ কনসার্টের সাক্ষী থাকল শিলিগুড়ি
| Edited By: | Updated on: Apr 05, 2023 | 6:51 PM
Share

কলকাতার পর শিলিগুড়িতে অরিজিৎ সিংয়ের কনসার্ট ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। মুহূর্তে বিক্রি হয়েছিল টিকিট। এরপর কেবলই অপেক্ষার পালা। অরিজিৎ সিং কখন স্টেজে উঠে সকলের সামনে একের পর এক গান ধরবেন। গায়কের ভক্তদের লক্ষ্যে ছিল ৪ এপ্রিল। এর আগে থেকেি ভাইরাল হয়ে যান তিনি। কনসার্টের আগেরদিন তিস্তা তোর্সা ট্রেনে করে শিলিগুড়ি স্টেশনে উপস্থিত হয়েছিলেন তিনি। তাঁকে একবার দেখার জন্য উপচে পড়েছিল ভিড় স্টেশন চত্বরে। ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল সেই খবর। ট্রেন প্ল্যাটফর্মে পৌঁছনো মাত্রই শুরু হয়ে প্রবল উচ্ছ্বাস।

আবেগে ভেসে জনতার তখন চোখে জল। কেউ প্রিয় গায়ককে একটি বার দেখার জন্য কাতর কণ্ঠে ‘অরিজিৎ অরিজিৎ’ বলে চিৎকার করছেন, কেউ বা আবার ট্রেনের দরজার সামনে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছেন। অবশেষে হাজির হন অরিজিৎ। তাঁর মুখে মাস্ক। গায়ের পোশাকটিও নিতান্ত সাদামাঠা। হাজির হয়েই ভক্তদের উদ্দেশে হাত নাড়েন। এরপরেই আর পাঁচজনের মতোই স্টেশন পার করে পাড়ি দেন গন্তব্যে। ভিডিয়ো ভাইরাল হতেই সকলের একটাই প্রশ্ন, “উন্নতির চরম শিখরে এসেও কী করে এতটা সাধারণ? কেনই বা এত সাধারণ?”

না, প্রশংসা এখানেই সীমাবদ্ধ নয়। বরং অরিজিৎ সিংকে নিয়ে কনসার্টের দিনও ভাইরাল হল ভিডিয়ো। কথা ছিল এদিন সন্ধ্যাটা তিনি শিলিগুড়িকে দেবেন। দিলেনও। ভরা আসরে হঠাৎই নামে বৃষ্টি। গান থামালেন না অরিজিৎ সিং। হাসে মুখে একের পর এক গান তিনি গেয়েই গেলেন। ভক্তরাও একবৃষ্টি ভেজা সন্ধ্যায় অরিজিতের সঙ্গে ছাড়লেন না। সকলেই নিজের জায়গা দাঁড়িয়ে উপভোগ করলেন সুন্দর এই মুহূর্তকে। সেই ভিডিয়োতেই মুগ্ধ নেটপাড়া। ঝড়ের গতিতে ভাইরাল হল সেই ভিডিয়ো। দেখে আবেগে ভাসছে নেটপাড়া।