‘আমি তোমার বিরহে রহিব বিলীন…তোমাতে করিব বাস…’
পাকিস্তানের ধারাবাহিকে রবিঠাকুরের গান…কল্পনা নয় সত্যি! নায়িকা গাইছেন, “আমার পরা যাহা চায়…”। তাঁকে ঘিরে রয়েছেন তাঁর বন্ধুরা। সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
ভিডিয়োটি পুরনো ২০১৯ সালের। ধারাবাহিকের নাম ‘দিল ক্যায়া করে’। সেই ধারাবাহিকেরই কেন্দ্রীয় চরিত্র উমনা জায়েদির গলায় শোনা গিয়েছে এই রবীন্দ্রগান। গানটি গেয়েছেন ‘ছপক’ ছবির গায়িকা শর্বরী দেশপাণ্ডে। পরিচালক মেহরিন জাব্বার। পরিচালক নিজেও শেয়ার করেছেন ভিডিয়োটি।
প্রশংসায় ফেটে পড়েছেন নেটিজেনরা। সুর যে সীমানা মানে না তা আরও একবার প্রমাণ করে দিয়েছে ওই ভাইরাল হওয়া সাদা-কালোর কয়েক মিনিটের ভিডিয়োটি। এ দেশে বসেও যদি আপনি ওই ওয়েবসিরিজটি দেখতে চান তবে এমএক্স প্লেয়ারে পেয়ে যাবেন। ধারাবাহিকের কন্টেন্ট পাকিস্তানে বেশ প্রশংসিত হয়েছিল। বাড়তি পাওনা রবিঠাকুরের গান তো রয়েছেই।।
আরও পড়ুন-‘মনে হচ্ছে ঘাড়ের কাছে কে যেন পিন ফুটিয়ে দিয়েছে, এত ব্যথা…’