Kushi Film: বিজয় পাচ্ছেন ২৩ কোটি, সামান্থা এত্ত কম! দু’জনের পারিশ্রমিকের ফারাক জানেন? 

Kushi Film: ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিকের বৈষম্যের অভিযোগ নতুন নয়। 'পে প্যারিটি' নিয়ে বারেবারেই সরব হয়েছেন বহু অভিনেত্রী।

Kushi Film: বিজয় পাচ্ছেন ২৩ কোটি, সামান্থা এত্ত কম! দু'জনের পারিশ্রমিকের ফারাক জানেন? 
বিজয় পাচ্ছেন ২৩ কোটি, সামান্থা এত্ত কম!
Follow Us:
| Edited By: | Updated on: Sep 03, 2023 | 7:36 PM

ইন্ডাস্ট্রিতে অভিনেতা ও অভিনেত্রীর পারিশ্রমিকের বৈষম্যের অভিযোগ নতুন নয়। ‘পে প্যারিটি’ নিয়ে বারেবারেই সরব হয়েছেন বহু অভিনেত্রী। নায়ক যা পাচ্ছেন তাঁর অর্ধেকও পারিশ্রমিক নয় লিডিং লেডির! ‘জওয়ান’-এর ক্ষেত্রে ঘটেছে এমনটা। বিজয় দেবেরাকোন্ডা ও সামান্থা রুথ প্রভুর ‘কুশি’তেও সেই একই চিত্র। বেশ কিছু সংবাদমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই ছবির জন্য বিজয় পেয়েছেন ২৩ কোটি টাকা। অন্যদিকে সামান্থা এই মুহূর্তে প্রথম সারির অভিনেত্রী হয়েও পেয়েছে ৪.৫ কোটি টাকা। আর এতেই কিছুটা হলেও অসন্তুষ্ট সামান্থা ভক্তরা। কেন এত কম? নায়িকারা কি অভিনয় করেন না? নির্মাতা ও প্রযোজকদের উদ্দেশে এমনই সব প্রশ্ন ছুড়ে দিয়েছে তাঁরা। এই নিয়ে খুঁতখুঁতানি থাকলেও ছবিটি কিন্তু প্রথম থেকেই বক্সঅফিসে দারুণ পারফর্ম করছে।

এই ছবির বাজেট ৪০ থেকে ৫০ কোটি টাকা। যদিও প্রথম দিনেই এই ছবি প্রায় ১৫ কোটি পার করেছে বলে খবর। প্রায় তিন বছর লেগেছে এই ছবির শুটিং শেষ করতে। নেপথ্যে সামান্থার অসুস্থতা। অবশেষে মুক্তি পাচ্ছে ছবিটি। দর্শকের মন তা কতটা জয় করতে পারে এখন সেটাই দেখার। প্রসঙ্গত, করোনা-কাল পরবর্তী সময়ে প্রায় প্রতিটি ছবিই ওটিটিতে বিক্রি হয় চড়া দামে। এই ছবিও হাঁটতে চলেছে সেই একই পথে। সব কিছু ঠিক থাকলে অক্টোবরের প্রথম সপ্তাহে অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। তবে তার আগে প্রেক্ষাগৃহে রমরমিয়ে চলছে ছবিটি।