Jugal Hansraj: ছোটদের জন্য বই লিখেছেন যুগল হান্সরাজ, অনুপ্রেরণা তাঁর নিজের ছেলে

শিশুদের লেখক হয়ে উঠেছেন যুগল। তিনি মনে করেন, ছোটদের জন্য লেখা কঠিন কাজ। এই ডিজিট্যাল যুগে কতজন বাচ্চা বই পড়ে, সেই নিয়েও যথেষ্টই সন্দেশ আছে অভিনেতার।

Jugal Hansraj: ছোটদের জন্য বই লিখেছেন যুগল হান্সরাজ, অনুপ্রেরণা তাঁর নিজের ছেলে
যুগল হান্সরাজ

| Edited By: Sneha Sengupta

Oct 26, 2021 | 7:22 PM

‘মাসুম’-এর সেই ছোট্ট শিশু শিল্পী। কিংবা ‘পাপা ক্যাহতে হ্যায়’ ও ‘মহব্বতেঁ’র সেই রোম্যান্টিক হিরো। মনে আছে তাঁকে? বলিউডে গুণে গুণে কয়েকটা ছবিতেই কাজ করেছিলেন যুগল হান্সরাজ। তারপর হারিয়ে গেলেন। এখন তাঁকে আর দেখাই যায় না কোনও ছবিতে। কিন্তু তাঁকে মনে রেখেছেন সকলেই।

আজকাল কী করছেন যুগল? শুনলে অবাক হলেন, লাইট-সাউন্ড-ক্যামেরা-অ্যাকশন থেকে অনেক দূরে কল্পনার রাজ্যে বাস করেন যুগল। তিনি এখন এক লেখক। সম্প্রতি ‘দ্যা কাওয়ার্ড অ্যান্ড দ্যা শোর্ড’ বইটি লিখেছেন তিনি। ছোটদের জন্য গল্প বুনছেন নিজের মতো করে।

২০১৮ সালের শুরুর দিকে লেখালেখিতে মন দিয়েছিলেন যুগল। ছেলের জন্ম তাঁকে উদ্বুদ্ধ করে লেখার জন্য। বলা ভাল, ছেলের জন্মই জন্ম দেয় ‘লেখক’ যুগলকে। বলেছেন, “ছেলের জন্মের পর অনেককিছু শিখেছি। সেই সময় বাড়িতেই থাকতাম বেশিরভাগ সময়। ছেলেকে বড় করতে স্ত্রীকে সাহায্য করতাম। ওর জন্ম আমার মধ্যে বিপুল পরিবর্তন এনে দিয়েছে। আগে যা ভাবতে পারতাম না, সেটাই ভাবতে শুরু করে দিয়েছি। আমি ওর জন্যই লিখতে চাই। যখন ও বড় হবে, বইয়ের জগতের সঙ্গে পরিচিত হবে, তখন যেন বলতে পারে ওর বাবা ওর জন্য লিখেছিল।”

নিজের লেখা বইটিকে ভালবাসার কাজ হিসেবেই দেখছেন যুগল। তাড়াহুড়ো করেননি সেই কাজে। করোনা প্যান্ডেমিকের সময় যখন বাড়ির বাইরে বেরনো বন্ধ ছিল, তখনই লেখার কাজ শেষ করেছেন যুগল।

শিশুদের লেখক হয়ে উঠেছেন যুগল। তিনি মনে করেন, ছোটদের জন্য লেখা কঠিন কাজ। এই ডিজিট্যাল যুগে কতজন বাচ্চা বই পড়ে, সেই নিয়েও যথেষ্টই সন্দেশ আছে অভিনেতার।

আরও পড়ুন: Kangana Ranaut: চতুর্থ জাতীয় পুরস্কার হাতে মা-বাবার জন্য কী বার্তা দিলেন কঙ্গনা রানাওয়াত?