Priyadarshan: অক্ষয় ও মোহনলাল চোখ বন্ধ করে বিশ্বাস করেন কাকে?

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Jul 24, 2021 | 8:30 PM

অক্ষয় ও মোহনলালের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন প্রিয়দর্শন। দু'জনের মধ্যেই প্রচুর মিল খুঁজে পান পরিচালক।

Priyadarshan: অক্ষয় ও মোহনলাল চোখ বন্ধ করে বিশ্বাস করেন কাকে?
মোহানলাল-প্রিয়দর্শন-অক্ষয়

Follow Us

আট বছর পর বলিউডে কামব্য়াক করলেন পরিচালক প্রিয়দর্শন। এর আগে তিনি বলিউডে তৈরি করেছেন ‘হেরা ফেরি’, ‘হলচল’, ‘ভাগম ভাগ’, ‘মালামাল উইকলি’, ‘চুপ চুপকে’, ‘ভুল ভুলাইয়া’, ‘খাট্টা মিঠা’র মতো ছবি। এবার তিনি তৈরি করলেন হাঙ্গামা ছবির সিকুয়্যেল ‘হাঙ্গামা টু’। ২০০৩ সালে মুক্তি পায় ‘হাঙ্গামা’ ছবিটি যা প্রায় কাল্ট হয়ে গিয়েছে।

অভিনেতা অক্ষয় কুমার ও দক্ষিণ সুপার স্টার মোহনলালের কেরিয়ার তৈরি করেছিলেন তিনি। দু’জনের সঙ্গেই উল্লেখযোগ্য কিছু ছবিতে কাজ করেছেন কিংবদন্তি পরিচালক। অক্ষয়ের সঙ্গে কাজ করেছেন ‘ভুল ভুলাইয়া’, ‘হেরা ফেরি’, ‘গরম মশলা’, ‘দে দানা দান’-এর মতো ছবিতে। মোহনলালের সঙ্গে কাজ করেছেন ‘বন্দানাম’, ‘মিন্নারাম’, ‘কিল্লুকাম’-এর মতো দক্ষিণ ভারতীয় ছবিতে।

সম্প্রতি একটি সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় অক্ষয় ও মোহনলালের সঙ্গে তাঁর কাজ করার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন প্রিয়দর্শন। দু’জনের মধ্যেই প্রচুর মিল খুঁজে পান পরিচালক। জানিয়েছেন, এই দুই তারকাই কখনও প্রিয়দর্শনকে কোনও দিনও তাঁর আগাম ছবির কথা জিজ্ঞেস করেননি। কোনও দিনও তাঁরা জানতে চাননি তাঁদের ভেবে কেমন চরিত্রে তিনি নির্মাণ করেছেন। অক্ষয় ও মোহনলাল নাকি বরাবরই প্রিয়দর্শনের সব কথা শুনেছেন। ছবিতে তাঁদের যা করতে বলা হয়েছে, চোখ বন্ধ করে সেই করেছেন। তাঁরা দু’জনেই সেটে এসে জানতে চাইতেন না ছবির গল্প কী? কেবল জিজ্ঞেস করতে সিনটা কী। দু’জনেই নাকি চোখ বন্ধ করে বিশ্বায় করেছে, ভরসা রেখেছেন প্রিয়দর্শনের উপর। যে কারণে তাঁদের দু’জনের কাছেই বাড়তি দায়িত্বশীল মনে হয়েছে প্রিয়দর্শনের। এটাকেই ছবির সাফল্যের অন্যতম চাবিকাঠি বলে মনে করেন প্রিয়দর্শন।

আরও পড়়ুনGuru Purnima: গুরু পূর্ণিমায় অমিতাভের জন্য ক্ল্যাপ ধরলেন প্রভাস; শুরু হল শুটিং Shilpa Shetty: স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারে কেন শিল্পাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ; প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Next Article