Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Guru Purnima: গুরু পূর্ণিমায় অমিতাভের জন্য ক্ল্যাপ ধরলেন প্রভাস; শুরু হল শুটিং

প্রভাস লিখেছেন, "গুরুপূর্ণার শুভ দিনে ভারতীয় সিনেমার গুরুর জন্য ক্ল্যাপ ধরলাম। এবার শুরু হল 'প্রজেক্ট কে'"।

Guru Purnima: গুরু পূর্ণিমায় অমিতাভের জন্য ক্ল্যাপ ধরলেন প্রভাস; শুরু হল শুটিং
অমিতাভ ও প্রভাস
Follow Us:
| Edited By: | Updated on: Jul 24, 2021 | 8:37 PM

হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে পড়েছে অমিতাভ বচ্চন অভিনীত ‘প্রজেক্ট কে’ ছবির সেট। তার উপর আজ আবার গুরুপূর্ণিমা। তাই ভারতীয় ছবির ‘গুরু’ অমিতাভকে সঙ্গে নিয়ে শুরু হল ছবির শুটিং। খবরটি জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছে বৈজয়ন্তী মুভিজ। তাঁদের প্রযোজনাতেই তৈরি হচ্ছে ‘প্রজেক্ট কে’। যদিও ‘প্রজেক্ট কে’ নামটি চূড়ান্ত কিনা, তা এখনও স্থির করেননি নির্মাতারা।

ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করছেন দক্ষিণের সুপারস্টার প্রভাস ও দীপিকা পাড়ুকোন। পরিচালকের আসনে নাগ অশ্বিন। তেলেগু ছবির জগতে অল্প সময়ের মধ্যেই সাড়া ফেলেছেন তিনি। এদিকে দীপিকা আগেই সুজিত সরকারের ছবি ‘পিকু’তে কাজ করেছেন অমিতাভের সঙ্গে। অন-স্ক্রিন বাবা-মায়ের মিষ্টি রসায়ন দেখেছেন দর্শক। বাহবা কুড়িয়েছে ‘পিকু’। তাই ফের একবার তাঁদের একসঙ্গে দেখার উৎসাহ চেপে রাখতে পারছেন না সিনে-লাভার্স। সেই সঙ্গে ছবির বাড়তি চমক ‘বাহুবলী’খ্যাত প্রভাস।

View this post on Instagram

A post shared by Prabhas (@actorprabhas)

ছবির প্রথম দিনের শুটিংয়ে একটি স্মরণীয় ঘটনার সাক্ষী থাকল গোটা টিম। অমিতাভের জন্য ক্ল্যাপস্টিক ধরলেন প্রভাস। সেই ছবিটিই নিজেদের সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার করেছে প্রযোজনা সংস্থা। এও লিখেছে, “ক্ল্যাপ বাই আওয়ার প্রভাস”। ঐতিহাসিক ও স্মরণীয় মুহূর্তের ছবিটি প্রভাসও শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনিও লিখেছেন, “গুরুপূর্ণার শুভ দিনে ভারতীয় সিনেমার গুরুর জন্য ক্ল্যাপ ধরলাম। এবার শুরু হল ‘প্রজেক্ট কে'”। ছবির ব্য়াকগ্রাউন্ডে আবছাভাবে দেখা যাচ্ছে দূরে বসে একটি সিনের শুট করছেন বিগ বি।

ওই একই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন দীপিকা পাড়ুকোনও। প্রথম দিনে সেটে তাঁর অভিজ্ঞতার কথা লিখেছেন তিনিও। গত একবছর ধরে এই সাইফাই ছবির প্রি-প্রোডাকশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন অশ্বিন। বলা হচ্ছে, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি অন্যতম বড় বাজেটের ছবি হতে চলেছে।

আরও পড়ুন: Shilpa Shetty: স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারে কেন শিল্পাকে জিজ্ঞাসাবাদ করল পুলিশ; প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য