Ranbir Kapoor: ‘দূর হয়ে যাও’, প্রকাশ্যেই রণবীরকে তাড়িয়ে দেন এই জনপ্রিয় অভিনেত্রী

Ranbir Kapoor: রণবীর গিয়েছিলেন ছবি তুলতে, কিন্তু ছবি দেওয়া তো দূর, রণবীরকে 'গেট লস্ট' বলে মুখ ঘুরিয়ে চলেও গিয়েছিলেন তিনি।

Ranbir Kapoor: দূর হয়ে যাও, প্রকাশ্যেই রণবীরকে তাড়িয়ে দেন এই জনপ্রিয় অভিনেত্রী
রণবীর কাপুর।

| Edited By: বিহঙ্গী বিশ্বাস

Apr 10, 2022 | 5:02 PM

তাঁর মহিলা ভক্তের সংখ্যা অগুণতি। ইন্ডাস্ট্রিতে বারেবারেই বিভিন্ন নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। কিন্তু জানেন কি, এ হেন রণবীর কাপুরকেই নাকি তাড়িয়ে দিয়েছিলেন এক জনপ্রিয় অভিনেত্রী। রণবীর গিয়েছিলেন ছবি তুলতে, কিন্তু ছবি দেওয়া তো দূর, রণবীরকে ‘গেট লস্ট’ বলে মুখ ঘুরিয়ে চলেও গিয়েছিলেন তিনি। কপিল শর্মার শো-য়ে সেই ঘটনার কথা নিজেই জানিয়েছিলেন রণবীর। কে সেই অভিনেত্রী যিনি রণবীরকেও পাত্তা দেননি?

অভিনেত্রী হলেন হলিউডের জনপ্রিয় তারকা ন্যাটালি পোর্টম্যান। তাঁর অন্ধ ভক্ত রণবীর। নিউ ইয়র্কের রাস্তায় আচমকাই তাঁর সঙ্গে দেখা হয়ে গিয়েছিল রণবীরের। অভিনেতার কথায়, “আমি রাস্তা ধরে হাঁটছিলাম, দৌড়চ্ছিলাম বলাই ভাল। আমায় বাথরুমে যেতে হতো। হঠাৎ করে দেখি পাশ থেকে কে যেন চলে গেল। আবিষ্কার করলাম আরে ইনি তো ন্যাটালি পোর্টম্যান। আমি দৌড়ে গিয়ে চিৎকার করতে থাকি, ‘একটা ছবি, একটা ছবি প্লিজ’। কিন্তু ন্যাটালি আমায় বলল গেট লস্ট”। রণবীর আরও জানান, তিনি খেয়াল করেন ন্যাটালির কানে ফোন, তিনি কাঁদছেন। তাই রণবীরের সঙ্গে ছবি তোলা তো দূর, উপরন্তু তাড়িয়েই দিয়েছিলেন সেখান থেকে।

তবে এ কারণে রণবীরের ন্যাটালি প্রীতি যে কমে গিয়েছিল এমনটা মোটেও নয়। তিনি জানান, আজও যদি রাস্তায় তাঁর সঙ্গে দেখা হয় ওভাবেই ছবির জন্য আবদার করবেন তিনি। এখানেই শেষ নয়, হলিউডের এক পরিচালকের সঙ্গেও অদ্ভুত এক ঘটনায় জড়িয়েছিলেন রণবীর। তিনি রবার্ট ডে নিরো। রণবীর জানান, একবার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পরিচালক। হাজির হয়েছিলেন বলিউডের নামজাদা অভিনেতারাও। কিন্তু তাঁদের পাত্তা তো দেওয়া তো দূর, একবার ঘুরে কথাও বলেননি পরিচালক। কে রণবীর? কে তারকা– এ সব দিকে নজরই নাকি ছিল না তাঁর। নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেতা। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে এই মুহূর্তে চলছে জোর চর্চা। আলিয়ার সঙ্গে তাঁর বিয়ে নিয়ে প্রতিদিনই প্রকাশ্যে আসছে একের পর এক খবর। রণবীরের ফ্যানদেরও দিন কাটছে উৎকণ্ঠায়। তবে রণবীরের অনুরোধও যে খারিজ হয় এই দুই ঘটনাই সে কথা মনে করিয়ে দিয়েছে আরও একবার।

আরও পড়ুন- কেশবের প্রথম জন্মদিন, সেলিব্রেশনে কোনও ঘাটতি রাখলেন না রাজা-মধুবনী