Nayanthara: ১৮-১৯ সাল ইন্ডাস্ট্রিতে, সময়টা খুব সহজ ছিল না আমার কাছে: নয়নতারা

South Indian Films: অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল নয়নতারাকে। তাঁর অভিজ্ঞতার কথা এবার তুলে ধরলেন অভিনেত্রী।

Nayanthara: ১৮-১৯ সাল ইন্ডাস্ট্রিতে, সময়টা খুব সহজ ছিল না আমার কাছে: নয়নতারা
তবে নয়নতারা ছবির প্রচারে থাকতে একেবারেই পছন্দ করেন না। তিনি বলেন, প্রথম থেকেই তিনি চেয়েছিলেন ছবির জগতে নিজের পরিচিতি তৈরি করতে। সকলের নজরের কেন্দ্রে আসতে।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2023 | 8:52 AM

সদ্য বিয়ে করেছেন। সারোগেসির মাধ্যমে দুটি পুত্র সন্তানের জননীও হয়েছেন তিনি। প্রায় দু’দশক ইন্ডাস্ট্রিতে কাজ করছেন দক্ষিণী ছবির অভিনেত্রী নয়নতারা। কিন্তু তাঁর এই জার্নি সুখকর ছিল না। অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়েছিল নয়নতারাকে। তাঁর অভিজ্ঞতার কথা এবার তুলে ধরলেন অভিনেত্রী।

২০০৩ সালে মালায়ালাম ছবি ‘মানাসিনাকারে’তে আত্মপ্রকাশ হয় নয়নতারার। ২০০৫ সালে মুক্তি পায় তাঁর তালিম ভাষার ছবি ‘আয়া’। ২০০৬ সালে নয়নতারাকে দেখা যায় তেলুগু ছবি ‘লক্ষ্মী’তে। ২০১০ সালে কন্নড় ছবি ‘সুপার’-এ অভিনয় করেন নয়নতারা। ‘শ্রী রামা রাজয়াম’, ‘চন্দ্রমুখী’, ‘গজনী’, ‘রাজা রানী’, ‘আরাম’, ‘আরু মুগান’, ‘নেতৃকান’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন নয়নতারা।

পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নয়নতারা বলেছেন, “আমি অনেক কিছু শিখেছি। অনেক কিছুর মধ্যে দিয়ে আমি গিয়েছি। সবটাই ভাল ছিল। আমি যা ভুল করেছি, ভাল-খারাপ মিলিয়ে বলতে চাই, সবই এখন ভালই আছে। সবটাই আমার কাছে শিক্ষণীয় অভিজ্ঞতা। ১৮-১৯ বছর ধরে একটি ইন্ডাস্ট্রিতে টিকে থাকা চাট্টিখানি কথা নয়। ভগবান এবং দর্শক আমাকে অনেক দয়া করেছেন। জানি না সব কিছু কীভাবে নিজে মুখে ব্যক্ত করব।”

নয়নতারা এবং তাঁর স্বামী দক্ষিণী পরিচালক বিঘ্নেশ শিবন একটি প্রযোজনা সংস্থা খুলেছিলেন ২০২১ সালে। সেই প্রযোজনা সংস্থার নাম ‘রাউডি পিকচার্স’। সেই সংস্থা থেকে ‘কোজ়াঙ্গাল’, ‘নেতৃকান’, ‘কাথুভাকুলা’, ‘রেণ্ডু কাধাল’-এর মতো ছবি তৈরি হয়েছে। শাহরুখ খানের বিপরীতে অ্যাটলির ছবি ‘জওয়ান’-এ অভিনয় করছেন নয়নতারা। সেই ছবি মুক্তির অপেক্ষায়।