বেলাকে ‘আজকেই শেষবার’ ফোন করে কেন কথা বলতে চান ‘বং সোহম’

“অন্য ইউটিউবারদের মত দায়িত্বজ্ঞানহীন ভিডিও নয়। আমি ভালবেসে চেষ্টা করি সামাজিক ইস্যু নিয়ে কনটেন্ট তৈরি করতে। কারণ ইউটিউবার হওয়া মানে শুধু ভিউজ় নয়, ভিউ পয়েন্ট থাকাটাও জরুরি।”

বেলাকে ‘আজকেই শেষবার’ ফোন করে কেন কথা বলতে চান ‘বং সোহম’
‘বং ডায়েরি’ সোহম মণ্ডল
Follow Us:
| Edited By: | Updated on: Aug 08, 2021 | 9:37 AM

বাংলা প্যারোডি ফিরছে? কিংবা ফিরছে চার্লি চ্যাপলিনের সাইলেন্ট মুভি? চাকরি ছেড়ে প্যারোডি বানাচ্ছেন। কারণ এটাই তাঁর কাছে লাভজনক পেশার নেশা ধরিয়ে দিয়েছে।

মেদিনীপুরের ছেলে ইউটিউবার। কিন্তু কথাবার্তায় মফঃস্বলের নামগন্ধ নেই। আসলে পেশায় মিডিয়া মার্কেটিং-এ ছিলেন। সাম্প্রতিক মাধ্যমিক, উচ্চ-মাধ্যমিকের রেজাল্ট নিয়ে নিজের মতো করে বানিয়ে ফেললেন প্যারোডি।

“হ্যালো, 2441139
দিন না ডেকে বেলাকে একটিবার
দেখা হবে না কোনও দিন আর
চাকরি পাইনি বলে
করবো না ফোন, আজকেই শেষবার।”

অঞ্জন দত্ত রেগে যাবেন না। আপনার গানের এহেন প্যারোডি অডিয়েন্স কিন্তু গ্রহণ করেছে। দু’ দিনে টু মিলিয়ন ভিউজ়। ইউটিউবার সোহম মণ্ডল বলছেন, “অন্য ইউটিউবারদের মত দায়িত্বজ্ঞানহীন ভিডিও নয়। আমি ভালবেসে চেষ্টা করি সামাজিক ইস্যু নিয়ে কনটেন্ট তৈরি করতে। কারণ ইউটিউবার হওয়া মানে শুধু ভিউজ় নয়, ভিউ পয়েন্ট থাকাটাও জরুরি।”

তবে প্যারোডি গানের থেকেও বোধহয় চার্লি চ্যাপলিনের মতো চুপ করে থাকা সাইলেন্ট মুভি দর্শকদের বেশি মন টানে। ‘হাউ গড ক্রিয়েটেড বয়েজ়’ শিরোনামে একটা ভিডিয়ো করে এখনও পর্যন্ত সবথেকে বেশি ভিউজ় পেয়েছেন ‘বং ডায়েরি’ সোহম মণ্ডল (৪.৬ মিলিয়ন)। ভিডিয়োটিতে তিনি একটি বই পড়তে থাকেন আর একটি বাটিতে জল ঢালতে থাকেন। অদ্ভুত হলেও সত্যি যে কোনও কথা না-বলেই সব কথা বলে দিয়েছেন তিনি।

প্রশ্ন: “গান শিখেছেন?”

উত্তর: “না, না।”

প্রশ্ন: “পুরনো প্যারোডি কার ভালো লাগে?”

উত্তর: “প্যারোডিটা আসলে নতুনদের দেখেই শেখা। যেমন মীর, টুম্পা-সোনা।”

প্রশ্ন: “প্রথম কবে হলো ভিউ? দিনটা মনে আছে? কালীঘাটে পুজো দিয়েছিলে?”

উত্তর: “গত বছর লকডাউনের শুরুতেই, করোনা নিয়ে প্যারোডি ভাইরাল হয়েছিল। করোনা বলে কালীঘাটে পুজোটা দেওয়া হয়নি, পেন্ডিং আছে।”

প্রশ্ন: “ইউটিউবারকে কেউ প্রেম করবে? বিয়ে করবে?”

উত্তর: “ইউটিউবারদের সঙ্গে প্রেম করবে। কিন্তু বিয়ে করবে না। বাই দ্য ওয়ে, আমি বিবাহিত, কারণ তখন ইউটিউবার ছিলাম না। বাই দ্য ওয়ে আমি বিবাহিত। কারণ তখন ইউটিউবার ছিলাম না, এখন হলে বিয়ে করতো না।”

আরও পড়ুন: রূপঙ্কর ও সহ শিল্পীদের নতুন প্রয়াস ‘এ দেশ আমার জন্মভূমি’