Raj-Shilpa: দেশ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন শিল্পা, খোলসা করলেন রাজ কুন্দ্রা
Raj Kundra: শোনা গিয়েছিল সেই সময় নাকি রাজ কুন্দ্রাকে ছেড়ে দিতে চেয়েছিলেন শিল্পা শেট্টি। যদিও তা নাকি সত্যি নয় শিল্পার কথায়, তিনি সেই সময় রাজের পাশে সম্পূর্ণভাবে থাকতে চেয়েছিলেন, যতটা সম্ভব চেষ্টা করেছিলেন সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে।
পরিচালক রাজ কুন্দ্রা, এখন তিনি নিজেই অভিনেতা। তাঁর পরবর্তী ছবিতে অভিনয় করছেন তিনি নিজেই। সেখানে রাজ নাকি তার কঠিন দিন, লড়াইয়ে দিনগুলো, পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন। তাঁর কথায় তিনি কীভাবে গ্রেফতার হন, তা থেকে শুরু করে হাজতবাসের কোন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং সেখানে তাঁর মানসিক অবস্থা কী ছিল, সবটাই তিনি সামনে আনতে চলেছেন। তবে শোনা গিয়েছিল সেই সময় নাকি রাজ কুন্দ্রাকে ছেড়ে দিতে চেয়েছিলেন শিল্পা শেট্টি। যদিও তা নাকি সত্যি নয় শিল্পার কথায়, তিনি সেই সময় রাজের পাশে সম্পূর্ণভাবে থাকতে চেয়েছিলেন, যতটা সম্ভব চেষ্টা করেছিলেন সেই কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে।
তবে শোনা গিয়েছিল শিল্পা নাকি তাঁকে ছেড়ে দিয়ে সন্তানদের নিয়ে নিজের বাবার বাড়িতে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। সত্যি কি তাই! রাজ কুন্দ্রা জানালেন, তিনি একটা সময় বুঝতে পারছিলেন না বেঁচে থাকার উপায়টা কী। সহ্য করতে পারছিলে না মানসিক যন্ত্রনা। একদিকে যেমন হাজতের অন্দরমহলে ছবিটা এমন ছিল, তখন বাইরে শিল্পা শেট্টিকে চরম কটাক্ষের স্বীকার হতে হচ্ছিল। সেই সময় শিল্পা রাজকে উপদেশ দিয়ে ছিলেন, কীভাবে এসব থেকে দূরে সরে যাওয়া যায়। জানিয়েছিলেন, তাঁদের বোধহয় ভারত ছেড়ে অন্যত্র চলে যাওয়া উচিত। যদিও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে আবারও ছন্দে ফিরতে শুরু করেন এই জুটি। বর্তমানে বলিউডে বেশ কযেকটি ছবিতে কাজ করছেন শিল্পা। অন্যদিকে রাজ পরিচালনা থেকে অভিনেতা হিসেবে ডেবিউ করতে চলেছেন। এখন দেখার জুটি কামব্যাক দর্শক মনে কতটা ঝড় তুলতে পারে।