Liger: বছরের শেষে আসছে ‘লাইগার’-এর বড় চমক; খেল দেখাবে ‘বাঘ’ ও ‘সিংহ’র ক্রসব্রিড!

TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta

Dec 30, 2021 | 10:10 PM

৩১ ডিসেম্বর টিজ়ার রিলিজ়ের খবর সামনে আসার পর থেকেই দর্শক মনে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যেন। ছবির অন্যতম প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা, অপূর্ব মেহতা, চার্মি কৌর, হিরু যশ জোহর ও ছবির পরিচালক পুরী জগন্নাধ।

Liger: বছরের শেষে আসছে লাইগার-এর বড় চমক; খেল দেখাবে বাঘ ও সিংহর ক্রসব্রিড!
'লাইগার'

Follow Us

কাকে বলে ‘লাইগার’? একটি প্রাণী। পুরুষ সিংহ (প্যান্থেরা লিও) ও বাঘিনীর প্রজননের ফলে যে প্রাণীর জন্ম হয়, সেই প্রাণীই আসলে লাইগার। সিংহের শরীরে যদি ডোরাকাটা থাকে, যেমন দেখতে লাগবে, এই প্রাণীকেও তেমনই দেখতে। প্রক্রিয়ার বৈজ্ঞানিক নাম ‘ক্রসব্রিড’। মনে হতেই পারে, হঠাৎ বিনোদনের পাতায় জীব বিজ্ঞান কেন? কারণ হ্যাজ়… ‘লাইগার’ নামের একটি ছবি তৈরি করেছেন আমাদের দেশের সিনেমা নির্মাতারা। বিশাল বড় বাজেটের ছবি। বড়সড় স্টারকাস্ট। স্বয়ং মাইক টাইসনের মতো বক্সিং লেজেন্ড অভিনয় করেছেন ছবিতে। এই ছবিতেই ঘটেছে তাঁর ভারতীয় সিনেমায় ডেবিউ। অভিনয় করেছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তেলেগু ছবির সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা। চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডে। ‘লাইগার’-এর হাত ধরে তেলেগু ছবির জগতে প্রবেশ করছেন অনন্যা। বুধবার, ২৯ ডিসেম্বর, মোশন পোস্টারের সাহায্যে জানানো হয়েছে ৩১ ডিসেম্বরেই ছবির কিছু ঝলক প্রকাশ্যে আসবে প্রথমবারের জন্য।

‘লাইগার – সালা ক্রসব্রিড’ মুক্তি পাচ্ছে ২০২২ সালের ২৫ অগস্ট। ৪ বছর আগে একই তারিখে মুক্তি পেয়েছিল বিজয় দেবেরাকোন্ডার ‘অর্জুন রেড্ডি’। সেটিও ব্লকবাস্টার ছিল। সুতরাং, এই তারিখ বিজয়ের জীবনে সৌভাগ্য নিয়ে আসে বলেই মনে করেন দক্ষিণ ভারতের একাংশ। না হলে একই তারিখে কেনই বা ‘লাইগার’ মুক্তির সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। অনেকে ধরেও নিয়েছেন, ‘লাইগার’ একটি কাল্ট, আইকন ও ট্রেন্ড সেটিং ছবি হতে চলেছে ২০২২ সালে। হবে নাই বা কেন? নামেই রয়েছে চমক। এই ছবি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির যৌথ প্রয়াসে তৈরি হচ্ছে। দুই ইন্ডাস্ট্রির অন্যতম সেরা প্রযোজনা সংস্থা ও তারকা খচিত। ফলে একেও বলা যেতে পারে দুই ইন্ডাস্ট্রির সমন্বয়ে তৈরি শক্তিশালী হাইব্রিড ছবি। যদিও কতখানি সফল হবে, তা দর্শকের বিচারের অপেক্ষা রাখে।

বিজয় দেবেরাকোন্ডার ইনস্টা স্টোরি…

৩১ ডিসেম্বর টিজ়ার রিলিজ়ের খবর সামনে আসার পর থেকেই দর্শক মনে উচ্ছ্বাস দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে যেন। ছবির অন্যতম প্রযোজক করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা, অপূর্ব মেহতা, চার্মি কৌর, হিরু যশ জোহর ও ছবির পরিচালক পুরী জগন্নাধ।

আরও পড়ুন: Nusrat-Yash: বছর শেষে কি ফের বেড়াতে যাচ্ছেন যশ-নুসরত?

Next Article