১৮ মাস কোনও হিন্দি ব্লকবাস্টারের মুখ দেখেনি বলিউড। দ্বিতীয় প্যান্ডেমিকের পর হল খুলল। ১৯ মাস অপেক্ষা করার পর মুক্তি পেল ‘সূর্যবংশী’। প্রথমদিন ব্যবসা করল ২৬ কোটি টাকা। পাঁচদিনের মধ্যে ব্যবসা করল ১০০ কোটি টাকা। এদিকে পিছিয়ে নেই দক্ষিণও। বিগত ১০ বছরে রজনীকান্তের কোনও ছবি অত লাভ করেনি, যত না ছবি মুক্তির প্রথম দিনে করল। সেই সঙ্গে মুক্তি পেয়েছে হলিউড ছবি ‘ইটার্নালস’। একটি অনলাইন টিকিট বুকিংয়ের সাইটে ১.৫ মিলিয়ান টিকিট বিক্রি হয়েছে ‘সূর্যবংশী’র। ‘ইটার্নালস’ মুক্তির প্রথম সপ্তাহান্তে ২২.৮০ কোটি ব্যবসা করেছে ভারতে। রজনীকান্তের ছবি ‘অন্নাথি’ প্রথম দিনই দারুণ ব্যবসা করেছে।
দীপাবলির সময়কে মাথায় রেখে তৈরি হয় বড় বাজেটের ছবি। কেননা, এই সময়ে ছবি মুক্তি পেলে প্রচুর ব্যবসা হয়। মানুষ দল বেঁধে ভিড় জমায় সিনেমা হলে। সেই মতোই মুক্তি পেয়েছিল এই তিনটি নজরকাড়া ছবি। শুরুতেই ছক্কা হাঁকিয়েছে প্রত্যেকটি। নির্মাতাদের সঙ্গে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে হল মালিকরাও। করোনা প্যান্ডেমিকের পর হল বন্ধ থাকায় অসহায় সময় কাটিয়েছিলেন তাঁরা। অনেক প্রতিক্ষার পর ফের লাভের মুখ দেখছেন।
৪ নভেম্বর কেরল, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গনায় মুক্তি পায় তামিল সুপারস্টার রজনীকান্তের ছবি ‘অন্নাথি’। প্রথম সপ্তাহান্তেই ৭২ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। তবে সোমবার মোটে ২ কোটি টাকার ব্যবসা করতে পেরেছে এই ছবি। এর কারণ, তামিল নাড়ুর ভারী বৃষ্টি। মানুষ বাড়ি থেকে বেরিয়ে সিনেমা দেখতে যেতে পারেননি।
দক্ষিণী প্রযোজক, ফিল্ম হিস্টরিয়ান ও ডিস্ট্রিবিউটার ধননঞ্জায়ন গোবিন্দ বলেছেন, “ভারী বৃষ্টির কারণে অনেক ক্ষতি হয়ে গেল। আরও অনেক ব্যবসা করতে পারত ‘এনিমি’ ও ‘অন্নাথি’। আমাদের আশা বৃষ্টি থেমে গেলে ফের হলমুখী হবেন দর্শক।”
১৮ মাস বলিউডের কোনও ছবি ১০০ কোটির ক্লাবে পৌঁছয়নি। ৫ নভেম্বর মুক্তি পায় ছবিটি। ৫দিনের মধ্যে ১০০ কোটির ব্যবসা করেছে। এরপর দেখা যায় হল ব্যবসায়ী ও নিমার্তাদের মুখের চওড়া হাসি। এক মাল্টিপ্লেক্সের মালিক বলেছেন, “করোনা আসার আগেও এত তাড়াতাড়ি এত ভাল ব্যবসা করেনি কোনও ছবি। এটা একটা অভূতপূর্ব ব্যাপার।”