AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ে পায়েলের মৃত্যু, জামাইয়ের সঙ্গে বিবাদ, কী বললেন মৌসুমী চট্টোপাধ্যায় ?

প্রানশক্তিতে ভরপুর মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনেও নেমে এসেছিল এক নির্মম ঘটনা।বড় মেয়ে পায়েলকে গভীর অসুখে হারাতে হয়েছে।

মেয়ে পায়েলের মৃত্যু, জামাইয়ের সঙ্গে বিবাদ, কী বললেন মৌসুমী চট্টোপাধ্যায় ?
| Updated on: Apr 28, 2025 | 5:31 PM
Share

কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের ছবি ‘আড়ি’ এই মুহুর্তে দর্শকদের মনে ধরেছে। বহু বছর পর আবার বাংলা ছবিতে দেখা মিলেছে বর্ষিয়ান এই অভিনেত্রীর। প্রানশক্তিতে ভরপুর এই মানুষটির জীবনেও নেমে এসেছিল এক নির্মম ঘটনা।বড় মেয়ে পায়েলকে গভীর অসুখে হারাতে হয়েছে । বহুদিন কোমায় থাকার পর ইহলোক ত্যাগ করেন পায়েল। মেয়ের মৃত্যুর শোক কাটতে না কাটতেই আরও এক ঘটনা খবরের শিরোনামে উঠে আসে মৌসুমী চট্টোপাধ্যায় ও তাঁর জামাই ডিকি সিংহ-র মধ্যে আইনি লড়াই। মৌসুমী অভিযোগ করেছিলেন পায়েলের দেখভাল ঠিক করে হয়নি, মেয়ে পায়েল যখন কোমায় ছিলো তাঁকে দেখতে দিতে চাইতোনা পায়েলের স্বামী ডিকি সিংহ,  উল্টোদিকে জামাই ডিকি সিংহ বলেন মৌসুমী তাঁর মেয়ের শেষকৃত্বে অনুপস্থিত ছিলেন, এবং মানহানির মামলা করেন।

কলকাতায় ছবির প্রচারে এসেছিলেন মৌসুমী চট্টোপাধ্যায়। এই বিষয় নিয়ে প্রশ্ন উঠলে tv9 বাংলাকে অভিনেত্রী জানান, তিনি প্রয়োজন বোধ করেন না সব কথাকে গুরুত্ব দেওয়া। তিনি বলেন, ” আমার মেয়ে পায়েল নেই কে বলল! আমার সঙ্গেই রয়েছে, শারীরিক ভাবে নেই তবে আমার মনে রয়েছে। ভালো আছে। আর দেখো আমি কারো সম্পর্কে কথা বলে গুরুত্ব দিতেই চাইনা। আমি জানি আমি কেমন , এটাই যথেষ্ট। কে কী বলল, তাতে আমার কিছু আসে যায়না। ”

তিনি আরও বলেন, ‘ আমি আমার দুঃখের কথা কী বলব! বর্ডারে প্রতিদিন কতো প্রান হারিয়া যাচ্ছে, মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, মা তার চোখের জল মুছে সেই জামা পড়িয়ে তৈরি করছে আর এক সন্তানকে।  সেখানে আমি নিজের কথা ভাবলে ভাবনাই থাকেনা। এই সব প্রশ্ন করে মন খারাপ করতে চাইনা, পায়ের আমার মনে রেয়েছে আমার সঙ্গে ।’