কঠিন সময় পেরিয়ে বড় পর্দায় ফিরছেন দেবলীনা দত্ত
দেবলীনা দত্ত বহুবার তিনি অভিযোগ করেছিলেন, তাঁর কাজ পেতে অসুবিধা হচ্ছে, তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার কারনে।

তিলোত্তমা কাণ্ডের জেরে অনেক অভিনেত্রী কোণঠাসা টলিপাড়ায়। এমন খবরে হেডলাইন ভরে গিয়েছিল। তিলোত্তমার ন্যায় বিচারের দাবিতে যারা রাস্তায় প্রতিবাদ করেছিল তাদের মধ্যে অবশ্যই অন্যতম নাম অভিনেত্রী দেবলীনা দত্ত। বহুবার তিনি অভিযোগ করেছিলেন, তাঁর কাজ পেতে অসুবিধা হচ্ছে, তিলোত্তমার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার কারনে। তবে সম্প্রতি খবর আসে তিনি একটি নতুন বাংলা ছবির শ্যুটে ব্যস্ত পাহাড়ে। তার সঙ্গে যোগাযোগ করলে তিনি Tv9 বাংলাকে বলেন, “তিনি খুশি কারণ আবার তিনি কাজ করছেন। তাঁর নতুন ছবি ‘লটারি জিন্দাবাদ ‘ এর শ্যুট চলবে একটি পাহাড়ি গ্রামে। আগামী ১৯ তারিখ পর্যন্ত চলবে এই শ্যুট। ন্যয় পথে থেকেই আবার কাজে ফিরে খুশি। বহুদিন পর একটা দাপুটে মহিলা চরিত্রে অভিনয় করছি। বেশ মজা পাচ্ছি। এই ছবিতে আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন রাজেশ শর্মা। এই চরিত্রটি একটি প্রস্টিটিউট এর তবে নিজের রূপে ও দাপটে হাতের মুঠোয় রাখে পুরো গ্রামকে। তবে ছবির শেষে একটি চমক আছে, এখনই বলছিনা সেটা।”
শ্যুটিং চলছে ‘লটারী জিন্দাবাদ’ ছবির। সিকিমের মনোরম পরিবেশে খরাজ মুখোপাধ্যায়, রাজেশ শর্মা, দেবলীনা দত্ত, রিয়া গাঙ্গুলি, রাজদীপ সরকার এবং মন্টু মল্লিকদের নিয়ে চলছে শ্যুট। ছোট পর্দার জনপ্রিয় ঋতু পাইন এবং সায়ন মুখার্জি জুটি বেঁধেছেন এই ছবিতে। ছবিটির পরিচালনা করছেন জিৎ দত্ত। তিনি জানালেন, পুরো ছবিটিই সিকিম জুড়ে শ্যুট হবে। লটারি জিন্দাবাদ ছবিটির গল্প লিখেছেন সাবির। চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন সনৎ সেন। ছবির মূল গল্প রিভিল না করতে চাইলেও তিনি বললেন, সিনেমাটি কমেডি এবং সাসপেন্স। খরাজ মুখোপাধ্যায় এক কোটি টাকার লটারি জেতার পর সেই লটারি যায় হারিয়ে। তারপর কিভাবে সেই টিকিট উদ্ধার হয়, তা নিয়েই জমে ওঠে কাহিনী। আগামী নভেম্বরে রিলিজ হতে চলেছে লটারি জিন্দাবাদ।





