বাবা হয়ে প্রথম পোস্ট, মেয়ে কোলে আসতেই কী বললেন রণবীর
Deepika-Ranveer: আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মত এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।
রণবীর সিং, রবিবার বেলায় বাবা হলেন তিনি। কন্যা সন্তানের জন্ম দিলেন দীপিকা পাড়ুকোন। ছবিরের শুরুতেই খবর সকলের সামনে এনেছিলেন জুটি। ৮ সেপ্টেম্বর সন্তানের জন্ম দেবেন দীপিকা পাড়ুকোন, আগে থেকেই তারিখ নির্দিষ্ট করেছিল ডাক্তার, সেই মত হাসপাতালে পৌঁছে যান জুটি। তেমনটাই হল। ৮ সেপ্টম্বর রবিবার বেলা হতেই সুখবর এল পরিবারে। মা হয়েছেন দীপিকা পাড়ুকোন। বলিউডে খবর প্রকাশ্যে আসা মাত্রই খুশির হাওয়ার ভাসছেন সকলেই। বাবা হলেন রণবীর কাপুর। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে এনেছিলেন জুটি। তারপর থেকেই অপেক্ষায় দিনগুনছিলেন সকলে। দেখতে দেখতে সুদিন হাজির। পরিবারে এ নতুন সন্তান। দীপিকা রণবীরের কোল আলো করে জন্ম নিল কন্যা সন্তান।
View this post on Instagram
কিছুক্ষণের মধ্যেই এই সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিলেন রণবীর সিং। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে লিখলেন, ‘স্বাগতম কন্যা সন্তান, ৮.৯.২০২৪ দীপিকা-রণবীর’। এই পোস্ট লাইক শেয়ারে ভরে উঠছে। সোশ্যাল মিডিয়ায় খবর ছড়িয়েছে আগেই। তাই ইতিমধ্যেই শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে সর্বত্র। দীপিকা পাড়ুকোনের সোশ্যাল মিডিয়া থেকেও শেয়ার হল এই একই পোস্ট। দীর্ঘ অপেক্ষার অবসান। তবে মেয়ের ছবি সামনে আনলেন না জুটি। আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের কন্যা সন্তানের মুখ দেখিয়েছিলেন এক বছর পর। ফলে অনুমাণ করে নেওয়াই যায় সকল সেলিব্রিটিদের মতো এই জুটিও বেশ কিছুটা সময় নেবেন মেয়ের ছবি সামনে আনতে।