AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪০-এ পা দিয়েই বড় সিদ্ধান্ত দীপিকার, কী ঘোষণা করলেন অভিনেত্রী?

চলচ্চিত্র, টেলিভিশন এবং বিজ্ঞাপন শিল্পে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, সেই সমস্ত সৃজনশীল আগ্রহীদের জন্যই দীপিকার এই বিশেষ প্রয়াস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, তাঁর এই নতুন প্রজেক্টটির নাম 'দ্য অনসেট প্রোগ্রাম' (The OnSet Program)।

৪০-এ পা দিয়েই বড় সিদ্ধান্ত দীপিকার, কী ঘোষণা করলেন অভিনেত্রী?
| Updated on: Jan 05, 2026 | 3:15 PM
Share

জীবনের নতুন এক মাইলফলক স্পর্শ করলেন বলিউডের প্রথম সারির অভিনেত্রী তথা প্রযোজক দীপিকা পাড়ুকোন। ৫ জানুয়ারি, ২০২৫ তারিখে নিজের ৪০তম জন্মদিনটি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের বদলে এক মহৎ উদ্যোগের মাধ্যমে উদ্‌যাপন করলেন তিনি। বিনোদন জগতের আগামীর প্রতিভাদের পথ দেখাতে একটি বিশেষ প্ল্যাটফর্ম লঞ্চ করার ঘোষণা করেছেন অভিনেত্রী।

চলচ্চিত্র, টেলিভিশন এবং বিজ্ঞাপন শিল্পে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, সেই সমস্ত সৃজনশীল আগ্রহীদের জন্যই দীপিকার এই বিশেষ প্রয়াস। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করে তিনি জানান, তাঁর এই নতুন প্রজেক্টটির নাম ‘দ্য অনসেট প্রোগ্রাম’ (The OnSet Program)।

কী এই ‘অনসেট’?

দীপিকা তাঁর পোস্টে লিখেছেন, “গত এক বছর ধরে আমি অনুভব করছিলাম যে, সারা দেশ ও দেশের বাইরে ছড়িয়ে থাকা অসাধারণ সব সৃজনশীল প্রতিভাদের খুঁজে বের করা এবং তাঁদের জন্য এমন একটি মঞ্চ তৈরি করা প্রয়োজন যেখানে তাঁরা নিজেদের কাজ তুলে ধরতে পারেন। আমার স্বপ্নের প্রজেক্ট ‘অনসেট’ লঞ্চ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এটি একটি অভিজ্ঞতা-ভিত্তিক লার্নিং প্রোগ্রাম। বিভিন্ন বিভাগের টেকনিশিয়ান যারা ভারতীয় ফিল্ম, টিভি এবং বিজ্ঞাপন জগতে কাজ করতে চান, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।”

অভিনেত্রী আরও জানিয়েছেন, আগ্রহী প্রার্থীরা onsetprogram.in ওয়েবসাইটে গিয়ে নিজেদের কাজ জমা দিতে পারবেন। সেখান থেকে নির্বাচিত সেরা প্রতিভারা ইন্ডাস্ট্রির বড় বড় ব্যক্তিত্বদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।

পর্দায় ফিরছেন দীপিকা: জন্মদিনের এই ঘোষণার পাশাপাশি দীপিকার কাজের খবর নিয়েও অনুরাগীদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। পরিচালক অ্যাটলির পরবর্তী সায়েন্স-ফিকশন (Sci-fi) ছবিতে দেখা যাবে তাঁকে। এই প্যান-ইন্ডিয়া সিনেমাটিতে তাঁর বিপরীতে থাকছেন দক্ষিণী মেগাস্টার অল্লু অর্জুন। ‘সান পিকচার্স’ প্রযোজিত এই হাই-ভোল্টেজ ছবিটির আপাতত নাম রাখা হয়েছে ‘AA22 x A6’