সুখবর দিলেন উত্তম কুমারের নাতবউ, আনন্দে ভাসছেন গৌরব

Devlina Kumar: প্রসঙ্গত, বিধায়ক কন্যা হওয়ায় মাঝেমধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় দেবলীনাকে। খুব শীঘ্রই ডক্টরেট উপাধি পাবেন তিনি। সে নিয়েও হয়েছিল কটাক্ষ। বাবার কারণেই মিলছে ডিগ্রি, রটেছিল এমন কথাও। তা নিয়ে মুখ খুলেছিলেন দেবলীনা।

সুখবর দিলেন উত্তম কুমারের নাতবউ, আনন্দে ভাসছেন গৌরব
আনন্দে ভাসছেন গৌরব
Follow Us:
| Updated on: Apr 09, 2024 | 10:43 PM

ছো্ট থেকেই রাজনৈতিক বাতাবরণে বড় হয়ে উঠেছেন তিনি। তিনি অর্থাৎ দেবলীনা কুমার। বাবা দেবাশিষ কুমার, রাজনীতির মানুষ। তবে তাঁর প্রথম ভালবাসা নাচ। বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সেই দেবলীনার জীবনে এবার নতুন মুকুট, যা তাঁকে এনে দিয়েছে তাঁর নাচই। অবশেষে ডক্টরেট উপাধি হাতে পেয়েছেন তিনি। আজ থেকে তাঁর নতুন পরিচয় ডক্টর দেবলীনা কুমার। রবীন্দ্র নৃত্য নিয়ে তাঁর এতদিনে চর্চা অবশেষে সফল। দেবলীনার কথায়, “সর্বশক্তিমানের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।” দেবলীনার এই সাফল্যে উচ্ছ্বসিত স্বামী গৌরব চট্টোপাধ্যায়ও। লিখেছেন, “তোমার জন্য গর্ব বোধ করছি।”

প্রসঙ্গত, বিধায়ক কন্যা হওয়ায় মাঝেমধ্যেই ট্রোলের মুখে পড়তে হয় দেবলীনাকে। খুব শীঘ্রই ডক্টরেট উপাধি পাবেন তিনি। সে নিয়েও হয়েছিল কটাক্ষ। বাবার কারণেই মিলছে ডিগ্রি, রটেছিল এমন কথাও। তা নিয়ে মুখ খুলেছিলেন দেবলীনা। বলেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় অনেক ট্রোলিং হয় আমাকে নিয়ে। বলা হয় যে আমি বিধায়ক কন্যা এবং এই মুহূর্তে উত্তরকুমারের নাত বউ বলেই আমি প্রচণ্ড প্রিভিলেজড। কিন্তু বিশ্বাস করুন, এর অনেক নেগেটিভ পয়েন্টস আছে। আমাকে অনেক বেশি সচেতন থাকতে হয়। খালি মনে হয়, আমি যা-যা করছি, কিংবা যেভাবে নিজেকে মেলে ধরছি, সেটা হয়তো অনেকের পছন্দ নাও হতে পারে।” এই মুহূর্তে নিজের কাজ নিয়ে ব্যস্ত তিনি। ধারাবাহিকের কাজ ছেড়ে দিয়েছেন। তাঁর কারণ একটাই, নাচের অনেক অনুষ্ঠান রয়েছে তাঁর বিদেশে। ধারাবাহিকে টানা কাজের জন্য ক্ষতিগ্রস্ত হচ্ছিল সেগুলি।