‘উত্তম কুমারের নায়িকা হলে বেশি ভালো হতো’, বলছেন নাতবৌ দেবলীনা
গৌরবের সঙ্গে প্রেম করার আগে, কখনও কি উত্তম কুমারের প্রেমে পড়েছেন তিনি বহু বাঙালি সুন্দরীর মতো? এই প্রশ্নের উত্তরে দেবলীনা হেসে ফেলে বললেন, ''আমি যে গৌরবকে ভালোবেসে বিয়ে করেছি, সেটার ব্যাপারে খুশি। তবে মনে হয়, উত্তম কুমারের নায়িকা হলে বেশি ভালো হতো!''

আগামী মাসে মুক্তি পাচ্ছে দেবলীনা কুমার অভিনীত ছবি ‘রাস’। দেবলীনা কুমার এর আগে বেশ কিছু ছবি করেছেন। বাংলা ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। তবে ছবির প্রধান মুখ হলেন ‘রাস’ ছবিতে। সেটা কি বিশেষ? দেবলীনা খোলসা করলেন, ”আমার প্রথম ছবি ছিল ‘প্রাক্তন’। সেখানে প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বোনের চরিত্র করেছিলাম। তবে নায়িকা হওয়ার ইচ্ছা সকলের মতো আমারও ছিল। তাই এই ছবিটা বিশেষ।” দেবলীনার বাবা রাজনীতির ময়দানের নামী ব্যক্তিত্ব। বরং উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হওয়ার পর তিনি এমন পরিবারের অংশ হয়েছেন, যেখানে অভিনয়ের চর্চা রয়েছে। এটা কি বাড়তি চাপ তৈরি করে নাকি উত্সাহ দেয়? দেবলীনা বললেন, ”অভিনয়ের পেশার সঙ্গে যুক্ত জিনিসগুলো এই পরিবারের মানুষরা জানেন। যেমন আমাদের বাড়িতে একটা বিয়ে ছিল। তখন আমি আউটডোরে ছিলাম। আমার শাশুড়িই অন্য আত্মীয়দের বলেছেন যে, শুটিংটা করা বেশি গুরুত্বপূর্ণ। তাই উত্সাহ পাই বলা যায়। অভিনেত্রী হিসাবে যে উত্তম কুমারের পরিবারের কেউ হয়েছি বলে বাড়তি চাপ অনুভব করি না নয়। তবে উত্তম কুমার বাঙালির আবেগ। তাঁর পরিবারের একজন হওয়ার পর নিজেকে কীভাবে প্রেজেন্ট করছি বা সোশ্যাল মিডিয়ায় কী পোস্ট করছি, সেই দিকে নজর রাখতে হয়। কিছু ক্ষেত্রে বিষয়টা মাথায় রাখি। সব সময়ে যে পারি তা নয়।” গৌরবের সঙ্গে প্রেম করার আগে, কখনও কি উত্তম কুমারের প্রেমে পড়েছেন তিনি বহু বাঙালি সুন্দরীর মতো? এই প্রশ্নের উত্তরে দেবলীনা হেসে ফেলে বললেন, ”আমি যে গৌরবকে ভালোবেসে বিয়ে করেছি, সেটার ব্যাপারে খুশি। তবে মনে হয়, উত্তম কুমারের নায়িকা হলে বেশি ভালো হতো!”





