বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ১০ বছর ধরে ধর্ষণ পরিচারিকাকে, গ্রেফতার ‘ধুরন্ধর’ অভিনেতা
সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সোমবার মুম্বাই পুলিশ এই গ্রেফতারির খবর নিশ্চিত করেছে। পুলিশ সূত্রে খবর, ৪১ বছর বয়সী এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ২২ জানুয়ারি নাদিম খানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ ১০ বছর ধরে নিজের গৃহপরিচারিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন বলিউড অভিনেতা নাদিম খান। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এ অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। সোমবার মুম্বই পুলিশ এই গ্রেফতারির খবর নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে খবর, ৪১ বছর বয়সী এক মহিলার দায়ের করা অভিযোগের ভিত্তিতে গত ২২ জানুয়ারি নাদিম খানকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন।

অভিযোগকারিনী মহিলা পুলিশকে জানিয়েছেন, তিনি বিভিন্ন অভিনেতা ও তারকাদের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। সেই সূত্রেই বহু বছর আগে নাদিমের সঙ্গে তাঁর পরিচয় হয় এবং পরবর্তীকালে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে। মহিলার অভিযোগ, নাদিম তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই আশ্বাসে গত ১০ বছর ধরে মালাড এবং ভার্সোভার বিভিন্ন স্থানে তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। তবে সম্প্রতি নাদিম ওই মহিলাকে বিয়ে করতে অস্বীকার করলে তিনি পুলিশের দ্বারস্থ হন। প্রথমে ভার্সোভা থানায় অভিযোগ জানানো হলেও, নিগ্রহের ঘটনাটি প্রথম মালাড (মালবানি) এলাকায় ঘটায় মামলাটি ‘জিরো এফআইআর’-এর মাধ্যমে মালবানি থানায় স্থানান্তরিত করা হয়েছে।
উল্লেখ্য, রণবীর সিং অভিনীত সাম্প্রতিক ছবি ‘ধুরন্ধর’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নাদিম খান। এই ঘটনায় বলিউড মহলে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
