দ্বিতীয় বিয়ে কেন, সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট করলেন দিয়া মির্জা
মুম্বইতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন দিয়া এবং বৈভব। মহিলা পুরোহিত তাঁদের বিয়ের পৌরহিত্য করেন। করোনা পরিস্থিতির কারণেই সীমিত আয়োজন। পরে ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য বড় করে পার্টি দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি দম্পতি।
দ্বিতীয় বার বিয়ে করলেন বলিউড (bollywood) অভিনেত্রী (Actress) দিয়া মির্জা (Dia mirza)। নায়িকার দ্বিতীয় বিয়ে। সে কারণেই হয়তো অনুরাগীদের কৌতূহল ছিল তুঙ্গে। বিয়ের আগে নতুন সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি দিয়া। কিন্তু পেশায় ব্যবসায়ী বৈভব রেখিকে বিয়ে করার পর সোশ্যাল মিডিয়ায় ছবি সহ বার্তা দিলেন তিনি।
দিয়া লিখেছেন, ‘ভালবাসা একটি বৃত্তের মতো যেটাকে আমরা বাড়ি বলি। আর যখন দরজা খুলে তোমার চোখে সেই ভালবাসা পাওয়া যায় তখন তো অলৌকিক ঘটনা ঘটে। আমার এই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। … সব হৃদয়ের অসুখ যেন সেরে যায়। প্রার্থনা করি, ভালাবাসার এই অদ্ভুত ধরন আমাদের ঘিরে থাকুক।’ অর্থাৎ দিয়ার দ্বিতীয় বিয়ের একমাত্র কারণ ভালবাসা। সোশ্যাল অডিয়েন্সকে বৃহত্তর পরিবার বলে সম্বোধন করে, তাঁদের সঙ্গে এই সুখবর ভাগ করে নিয়েছেন নায়িকা।
View this post on Instagram
মুম্বইতে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে করেন দিয়া এবং বৈভব। মহিলা পুরোহিত তাঁদের বিয়ের পৌরহিত্য করেন। করোনা পরিস্থিতির কারণেই সীমিত আয়োজন। পরে ইন্ডাস্ট্রির সদস্যদের জন্য বড় করে পার্টি দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানাননি দম্পতি।
২০১৪-এ প্রযোজক সাহিল সঙ্ঘকে বিয়ে করেছিলেন দিয়া। পাঁচ বছর দাম্পত্য সম্পর্কের পর তাঁরা আলাদা হয়ে যান। বিচ্ছেদ নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করলেও, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে কোনও অভিযোগ করেননি দিয়া এবং সাহিল।
View this post on Instagram
বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই জানিয়েছিলেন দিয়া। তিনি জানিয়েছিলেন, সাহিলের সঙ্গে প্রায় ১১ বছরের সম্পর্ক ভেঙে গেল বটে, তবে তাঁদের পারস্পরিক সম্মান, ভালবাসা, বন্ধুত্ব বজায় থাকবে। ‘বর্ন ফ্রি এন্টারটেনমেন্ট’ নামে সাহিলের সঙ্গে যৌথ ভাবে একটি প্রোডাকশন হাউজও শুরু করেন দিয়া। কিন্তু বিচ্ছেদের তিন মাস পরে ‘ওয়ান ইন্ডিয়া স্টোরিজ’ নামে নিজের প্রোডাকশন হাউজ খোলেন দিয়া। বড়পর্দায় শেষবার তাপসী পান্নু অভিনীত ‘থাপ্পড়’-এ অভিনয় করেছিলেন দিয়া।
View this post on Instagram
আপাতত একটি তেলুগু ছবি ‘ওয়াইল্ড ডগ’-এর শুটিং নিয়ে ব্যস্ত অভিনেত্রী। বিয়ের আনুষ্ঠানিকতা নিয়ে ব্যস্ত থাকার কারণে কয়েকদিন বিরতি নিয়েছিলেন। এবার দ্রুত দিয়া কাজে ফিরবেন বলে খবর।
আরও পড়ুন, পায়েলের জীবনে বড় খবর, নিজেই শেয়ার করলেন অভিনেত্রী