Bollywood Gossip: অমিতাভের সঙ্গে স্ত্রীয়ের রসায়ন, হিংসায় ধর্মেন্দ্র করেছিলেন এই কাজ?
Bollywood Gossip: বলিপাড়ায় কত কী যে রটে... কত কিছু ঘটে... কিছু জানা যায়, আর কিছু জানা যায় না। স্ত্রীয়ের সঙ্গে সহ অভিনেতার অনস্ক্রিন রসায়নে নাকি বেজায় চটেছিলেন ধর্মেন্দ্র।
বলিপাড়ায় কত কী যে রটে… কত কিছু ঘটে… কিছু জানা যায়, আর কিছু জানা যায় না। স্ত্রীয়ের সঙ্গে সহ অভিনেতার অনস্ক্রিন রসায়নে নাকি বেজায় চটেছিলেন ধর্মেন্দ্র। আর তারপর যা করেছিলেন, তা নেহাতই বালখিল্য বিষয়– তবে যা রটেছিল তা কি সত্যিই ঘটেছিল? ২০০৩ সালে মুক্তি প্রায় রবি চোপড়ার ছবি ‘বাগবান’। ছবির মুখ্য ভূমিকায় ছিলেন হেমা মালিনী ও অমিতাভ বচ্চন। অমিতাভের সঙ্গে হেমার ওই ছবিতে কেমিস্ট্রি বেশ পছন্দ হয়েছিল সকলের। কিন্তু শোনা যায়, তাঁদের গাঢ় কেমিস্ট্রির কারণে নাকি ঈর্ষায় ডুবে যান ধর্মেন্দ্র। ছবিটি দেখতেও নাকি অস্বীকার করেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হয় হেমাকে। উত্তরে তিনি হেসে বলেন,”আমি সত্যি এই ব্যাপারে কিছুই জানি না।”
তবে বলিউডের অন্দর বলছে, খবর নাকি পাকা। সে যাই হোক, ছবিটি কিন্তু বক্স অফিসে বেশ হিট হয়েছিল। তবে জানেন কি ছবিটি প্রথমে করতেই চাননি হেমা। কেন জানেন? বড় বড় ছেলেমেয়ের মায়ের চরিত্রে অভিনয় তিনি করতে চাননি। তাঁর মায়ের অনুরোধেই শেষমেশ রাজি হন। ছবিতে অমিতাভ-হেমা ছাড়াও অভিনয় করেছিলেন সলমন খান, মহিমা চৌধুরী। আমান বর্মা, সমীর সোনি। সম্প্রতি ওই ছবি কুড়ি বছর পার করেছে। ছবিটি নিয়ে আজও আবেগঘন হেমা। ১৯৮০ সালে হেমার সঙ্গে বিয়ে হয় ধর্মেন্দ্রর। তাঁদের দুই সন্তান রয়েছে। এষা ও অহনা দেওল। ধর্মেন্দ্র আগেও বিয়ে করেছিলেন। তাঁর প্রথম স্ত্রীয়ের তরফে তাঁর দুই ছেলে রয়েছে। তাঁরা হলেন ববি দেওল ও সানি দেওল।