কাপুরদের অলিখিত শর্ত মানেননি, প্রেম করেও শাম্মিকে ফেরান মুমতাজ়
Mumtaz-Shammi: রণধীর কাপুরকে বিয়ে করে ববিতা কাপুর, ঋষি কাপুরকে বিয়ে করে নিতু কাপুর---প্রত্যেককেই ছাড়তে হয় অভিনয়। এই অলিখিত নিয়ম কিছুতেই মেনে নিতে পারেননি এক তারকা অভিনেত্রী এবং সেই কারণেই কাপুর পরিবারের এই রাজপুত্রর সঙ্গে অন্তরঙ্গতা বাড়িয়েও তাঁকে ছাড়তে বাধ্য হয়েছিলেন।

বিয়ে করলেই ছাড়তে হবে অভিনয়। ভাগ্যিস, আলিয়া ভাট সেই সময় কাপুর পরিবারে বিয়ে করে আসেননি, যখন সেই পরিবারে মহিলাদের অভিনয় করা ছিল নিষিদ্ধ কাজ। আলিয়ার চেয়ে বয়সে বড় তুতো ননদ করিশ্মা কাপুর সেই প্রথা ভেঙে গুঁড়িয়ে দিয়েছিলেন অনেকগুলো বছর আগে। তার আগে কাপুর বধূরা কেউই বিয়ের পরে অভিনয় করতেন না। এমনকী, বাড়ির মেয়েদেরও অনুমতি ছিল না অভিনয় করার। ফলে, রণধীর কাপুরকে বিয়ে করে ববিতা কাপুর, ঋষি কাপুরকে বিয়ে করে নিতু কাপুর—প্রত্যেককেই ছাড়তে হয় অভিনয়। এই অলিখিত নিয়ম কিছুতেই মেনে নিতে পারেননি এক তারকা অভিনেত্রী এবং সেই কারণেই কাপুর পরিবারের এই রাজপুত্রর সঙ্গে অন্তরঙ্গতা বাড়িয়েও তাঁকে ছাড়তে বাধ্য হয়েছিলেন।
কথা হচ্ছে মুমতাজ়ের প্রসঙ্গে। ৬০-৭০-এর দশকে সিনেমার পর্দায় দারুণ জনপ্রিয় ছিলেন এই অভিনেত্রী। মিষ্টি মুখ, আকর্ষণীয় চেহারা চুম্বকের মতো তাঁর দিকে টানত পুরুষদের। সেই মুমতাজ়কেই মন দিয়ে ফেলেছিলেন শাম্মি কাপুর। সেই সময় মুমতাজ় এবং শাম্মির প্রেম নিয়ে নানা আলোচনা হয়। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালিখি হয়। মুমতাজ় এবং শাম্মির নাকি বিয়েটাও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই বিয়ে বাস্তবের রূপ নেয়নি। শাম্মিকে বিয়ে করেননি মুমতাজ়।
এর কারণই নাকি ছিল কাপুর পরিবারের সেই অলিখিত নিয়ম। কাপুর পদবি পেতে কিছুতেই নিজের পছন্দের পেশাকে জলাঞ্জলি দিতে রাজি ছিলেন না মুমতাজ়। তাই শাম্মির হাজার অনুরোধ সত্ত্বেও তাঁকে বিয়ে করতে কিছুতেই রাজি ছিলেন না তিনি। কাপুর পরিবারের এমন শর্তে রাজিই হলেন না কোনওদিন। পরবর্তীকালে অবশ্য ব্যবসায়ী ময়ূর মাধবনীকে বিয়ে করেছিলেন মুমতাজ়।
