AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বাবা মহেশ এবং সৎ দিদি পূজার ‘সন্তান’ নাকি আলিয়া; এই ‘রটনা’ অভিনেত্রীকে কুরে খায় ছোটবেলায়

Pooja-Mahesh: আলিয়া ভাটের ব্যক্তিজীবন আড়ালেই ছিল শুরু থেকে। তিনি অভিনয় শুরু করার পর তাঁকে নিয়ে বহু চর্চা হয়। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবনে কাদা ছেটানো হয়। এমন এক রটনা করা হয়েছে, যা জানতে পেরে ভীষণই অভিমানই হয়ে পড়েন আলিয়া। তীব্র কটাক্ষ করেন তা নিয়ে।

বাবা মহেশ এবং সৎ দিদি পূজার 'সন্তান' নাকি আলিয়া; এই 'রটনা' অভিনেত্রীকে কুরে খায় ছোটবেলায়
পূজা-মহেশ-আলিয়া।
| Updated on: Feb 06, 2024 | 11:45 AM
Share

সৎ দিদি পূজা ভাটের বর্তমান বয়স ৫১ বছর। বাবা মহেশ ভাটের বয়স ৭৫। আলিয়া ভাটের বয়স এই মুহূর্তে ৩০ বছর। পূজার যখন ২১ বছর বয়স জন্ম হয় আলিয়ার। পূজা মহেশ ভাট এবং প্রথম স্ত্রী কিরণ ভাটের কন্যা। আলিয়ার মা সোনি রাজ়দান। কিরণের সঙ্গে বিয়ে ভাঙার পর অভিনেত্রী সোনি রাজ়দানকে বিয়ে করেন মহেশ এবং তাঁদের দুই সন্তান জন্ম নেয়–আলিয়া এবং শাহিন। আলিয়া ভাটের ব্যক্তিজীবন আড়ালেই ছিল শুরু থেকে। তিনি অভিনয় শুরু করার পর তাঁকে নিয়ে বহু চর্চা হয়। বিশেষ করে তাঁর ব্যক্তিগত জীবনে কাদা ছেটানো হয়। এমন এক রটনা করা হয়েছে, যা জানতে পেরে ভীষণই অভিমানই হয়ে পড়েন আলিয়া। তীব্র কটাক্ষ করেন তা নিয়ে।

কী সেই রটনা? 

আলিয়া নাকি মহেশ ভাট এবং পূজা ভাটের কন্যা! এই রটনা হয় শুরুতেই। প্রসঙ্গত, কন্যা পূজাকে ঠোঁটে চুম্বন করে একটি ফটোশুট করেছিলেন মহেশ ভাট। সেই সময় আলিয়ার জন্মও হয়নি। সেই ছবি প্রকাশ্যে আসতেই জনতার আদালতে দাঁড় করানো হয় পূজা-মহেশকে। বাবা হয়ে মেয়েকে ঠোঁটে চুমু–এমনটা হয় না ভারতীয় সংস্কৃতিতে। লোকে বলাবলি করেছিল সেই সময়। সেই সমালোচনার জেরেই রটে পূজা-মহেশের কন্যা আলিয়া।

বিষয়টি প্রচণ্ড আঘাত করে আলিয়াকে। তিনি পরিবারের সক্কলকে প্রাণ দিয়ে ভালবাসেন। দিদি পূজাও তাঁর ভীষণ কাছের মানুষ। বাবা-দিদিকে কেন্দ্র করে এমন ‘নোংরা’ রটনায় আহত হয়েছিলেন আলিয়া। এক টকশোতে এসে তিনি বলেছিলেন, “আমার খুবই কষ্ট হয় যখন শুনি লোকে বলছে আমি বাবা এবং পূজাদিদির মেয়ে। এমন কথা মানুষ কীভাবে বলতে পারেন। কী ধরনের মানসিকতা মানুষের হয়েছে…ছিঃ!”