Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভাগ্যিস আমার মতো জয়াও থ্যালাসেমিক কেরিয়ার নন, না হলে অভিষেক-শ্বেতা এই রোগে আক্রান্ত হত: অমিতাভ

Amitabh Bachchan Thalassemic Carrier: ফুটবলার জ়িনাদেন জ়িদান, টেনিস তারকা পিট সন্ত্রাসের মতোই থ্যালাসেমিয়া কেরিয়ার বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি কি তা হলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত? এই ভ্রান্ত ধারণা থাকতে পারে অনেকের। কিন্তু বিষয়টা সে রকম নয়। থ্য়ালাসেমিয়া কেরিয়ার হলেও অমিতাভ থ্যালাসেমিয়ায় আক্রান্ত নন। এই শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও বছরের পর-বছর কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা। এবং জ়িদান-পিটের মতোই সফল হয়েছেন নিজেদের কর্মক্ষেত্রে। এর জন্য বছরের পর-বছর সঠিক খাওয়া-দাওয়া এবং কঠোর অধ্যাবসায়ে থাকতে হয়েছে অমিতাভাকে।

ভাগ্যিস আমার মতো জয়াও থ্যালাসেমিক কেরিয়ার নন, না হলে অভিষেক-শ্বেতা এই রোগে আক্রান্ত হত: অমিতাভ
অমিতাভ-জয়া।
Follow Us:
| Updated on: Jan 15, 2024 | 4:34 PM

ফুটবলার জ়িনাদেন জ়িদান, টেনিস তারকা পিট সন্ত্রাসের মতোই থ্যালাসেমিয়া কেরিয়ার বলিউড শাহেনশা অমিতাভ বচ্চন। তিনি কি তা হলে থ্যালাসেমিয়ায় আক্রান্ত? এই ভ্রান্ত ধারণা থাকতে পারে অনেকের। কিন্তু বিষয়টা সে রকম নয়। থ্য়ালাসেমিয়া কেরিয়ার হলেও অমিতাভ থ্যালাসেমিয়ায় আক্রান্ত নন। এই শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও বছরের পর-বছর কঠোর পরিশ্রম করেছেন অভিনেতা। এবং জ়িদান-পিটের মতোই সফল হয়েছেন নিজেদের কর্মক্ষেত্রে। এর জন্য বছরের পর-বছর সঠিক খাওয়া-দাওয়া এবং কঠোর অধ্যাবসায়ে থাকতে হয়েছে অমিতাভাকে।

থ্যালাসেমিয়া কেরিয়ারে আক্রান্ত ব্যক্তির রক্তাল্পতার (অ্যানিমিয়া) সমস্যা থাকে। কোনও ধরনের শারীরিক ব্যাধি হলে তা বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে। এই ধরনের রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতাও কম থাকে। এবং সেই কারণেই অমিতাভকে নিজের যত্ন নিতে হয় দ্বিগুণ। ‘কুলি’ ছবির শুটিংয়ের সময় আহত হয়েছিলেন অমিতাভ বচ্চন। তার প্রাণ সংশয় হয়েছিল সেই সময়। থ্যালাসেমিয়া কেরিয়ার হওয়ার কারণেই সমস্যা তীব্রতর হয়ে গিয়েছিল। কিন্তু চিকিৎসায় সাড়া দিয়েছিলেন অমিতাভ। এবং চিকিৎসকদের যত্নে সেরে উঠেছিলেন তিনি।

অমিতাভ একবার বলেছিলেন, “ভাগ্যিস আমার স্ত্রী জয়া থ্যালাসেমিক কেরিয়ার নন, না হলে আমাদের সন্তানরা থ্যালাসেমিয়ায় আক্রান্ত হতেন”। থ্যালাসেমিয়ায় আক্রান্ত না হলেও, অমিতাভের পুত্র অভিষেক তাঁরই মতো থ্যালাসেমিয়া কেরিয়ার। সেই কারণেই দেশে থ্যালাসেমিয়াকে নির্মূল করার প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন অমিতাভ। থ্যালাসেমিয়া ইরানিকেশন ড্রাইভের মুখ তিনি।