বিরাটের কমল রোজগার, অনুষ্কার ব্যাঙ্ক ব্যালেন্স এখন কত, জানেন?

সদ্য টেস্ট ম্যাচ থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। পাশাপাশি T20- ম্যাচ থেকেও নিয়েছেন তিনি অবসর। এখন কেবল আইপিএল আর ওয়ান ডে ইনিংস খেলবেন তিনি। ফলে মোটের ওপর বিরাটের কমল আয়। তবে জানেন কি, অনুষ্কা একাই কত কোটির মালিক?

বিরাটের কমল রোজগার, অনুষ্কার ব্যাঙ্ক ব্যালেন্স এখন কত, জানেন?

| Edited By: জয়িতা চন্দ্র

May 13, 2025 | 7:39 PM

বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের তালিকায় অন্যতম নাম অনুষ্কা শর্মা। শুধু অভিনয়েই নয়, প্রযোজনা এবং ব্যবসার জগতে নিজস্ব ছাপ রেখেছেন এই বলিউড সুন্দরী। ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তিনি। বর্তমানে চুটিয়ে সংসার করছেন নায়িকা। বর্তমানে খবরের শিরোনামে এই জুটি। কারণ একটাই, সদ্য টেস্ট ম্যাচ থেকে অবসর ঘোষণা করেছেন বিরাট কোহলি। পাশাপাশি T20- ম্যাচ থেকেও নিয়েছেন তিনি অবসর। এখন কেবল আইপিএল আর ওয়ান ডে ইনিংস খেলবেন তিনি। ফলে মোটের ওপর বিরাটের কমল আয়। তবে জানেন কি, অনুষ্কা একাই কত কোটির মালিক?

২০০৮ সালে ‘রব নে বনা দি জোড়ি’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন অনুষ্কা। এরপর একে একে ‘ব্যান্ড বাজা বারাত’, ‘পিকে’, ‘সুলতান’, ‘এ দিল হ্যায় মুশকিল’ সহ একাধিক হিট ছবিতে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। বড় বাজেটের ছবির জন্য অনুষ্কার পারিশ্রমিক এখন প্রায় ১০-১২ কোটি টাকা।

পাশাপাশি অনুষ্কার অন্যতম বড় পরিচয় তিনি একজন সফল প্রযোজক। তাঁর প্রযোজনা সংস্থা Clean Slate Filmz থেকে ‘NH10’, ‘পরি’, ‘বুলবুল’, ‘পাতাল লোক’-এর মতো প্রজেক্ট তৈরি হয়েছে। এসব প্রজেক্ট তাঁকে শুধু খ্যাতিই নয়, বিপুল আর্থিক লাভও এনে দিয়েছে। অনুষ্কা ২০১৭ সালে চালু করেন নিজের ক্লোদিং ব্র্যান্ড Nush। এই ব্র্যান্ড থেকেও অনুষ্কার বার্ষিক আয় কোটি টাকার ঘরে।

এখানেই শেষ নয়, অনুষ্কা একাধিক বড় সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর। তাঁর সঙ্গে চুক্তিবদ্ধ রয়েছে Myntra, Pantene, Nivea, Cox & Kings সহ আরও অনেক। প্রতিটি বিজ্ঞাপন চুক্তি থেকেই অনুষ্কার আয়ও কয়েক কোটি টাকা। মোটের ওপর অনুষ্কা শর্মার মোট সম্পত্তির পরিমাণ, প্রায় ২৫৫ কোটি টাকা। কোহলির মোট সম্পত্তির পরিমাণ, ১,০৫০ কোটি টাকা। তাঁদের সম্মিলিত সম্পত্তির পরিমাণ প্রায় ১,৩০০ কোটি টাকা।